ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নদীর বুকে চর ॥ মাগুরায় নৌ চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:২৫, ২২ ডিসেম্বর ২০১৬

নদীর বুকে চর ॥ মাগুরায় নৌ চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২১ ডিসেম্বর ॥ নদীর বুকে চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। লঞ্চ চলাচল করতে পারছে না। নদীর বুকে সবুজের সমারোহ। নদীতে জেগে ওঠা চরে ধান চাষের বীজতলা তৈরি করা হয়েছে। জানা গেছে, জেলার চারটি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা, ফটকি, চিত্রা, কুমার নদী প্রবাহিত হয়েছে। নদীগুলো শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে চর। জেগে ওঠা চরে কৃষকরা ইরি-বোরো ধানের বীজতলার আবাদ করেছে। নদীর বুকে বর্তমানে সবুজের সমারোহ। নদীতে পানি না থাকায় প্রায় ৫ হাজার মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত এককালের প্রমত্তা নবগঙ্গা নদীতে বিশাল বিশাল চর জেগেছে। পূর্বে যে নদীতে বড় বড় স্টিমার চলত সেই নদীতে জেগে উঠেছে প্রকা- সব চর। বর্তমানে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ। জেগে ওঠা চরে কৃষকরা বর্তমানে ইরি-বোরো ধানের বীজতলা করেছে। ফলে নদীনির্ভর নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মৌচাষে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ ডিসেম্বর ॥ এই প্রথম আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌয়ালদের দক্ষতা উন্নয়ন ও মধু উৎপাদনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়ে ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স বুধবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শিল্প সহায়ক কেন্দ্র ঠাকুরগাঁও বিসিকে শেষ হয়েছে। এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিসিকের উপব্যবস্থাপক খন্দকার মোফাখ্খারুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা খাদেমুল ইসলাম, প্রশিক্ষক আব্দুল্লাহ হক। এ প্রশিক্ষণে জেলার ১০ মৌয়াল অংশগ্রহণ করেন। শিক্ষার মান উন্নয়নে সভা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ ৯৬ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে শিক্ষা সহযোগিতা দেবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুম টু রিড’। শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতার উন্নয়ন ও পড়ার অভ্যাস তৈরিতে সম্পূরক শিক্ষা উপকরণ বিতরণ করবে সংস্থাটি। বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা সভাপতিত্ব করেন।
×