ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই নব্য জেএমবির তথ্য

নিখোঁজদের জঙ্গী আস্তানায় আশ্রয় দিত, সদস্য সংগ্রহ করত ওরা

প্রকাশিত: ০৫:৪৬, ২১ ডিসেম্বর ২০১৬

নিখোঁজদের জঙ্গী আস্তানায় আশ্রয় দিত, সদস্য সংগ্রহ করত ওরা

শংকর কুমার দে ॥ দেশের বিভিন্ন এলাকা থেকে যারা নিখোঁজ হয়, সেই নিখোঁজদের জঙ্গী আস্তানায় আশ্রয়দাতা, জঙ্গীদের অর্থ লেনদেনকারী ও জঙ্গীগোষ্ঠীতে যোগদানের দাওয়াতী কার্যক্রমের সঙ্গে সক্রিয় নব্য জেএমবি। নব্য জেএমবির দুই সদস্য আতিকুর রহমান ওরফে মিলন ও খাদেমুল ইসলাম গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানায়, নিখোঁজদের আশ্রয়দাতা, জঙ্গীদের অর্থ লেনদেন ও দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে জঙ্গী সদস্য সংগ্রহের কাজ করে আসছিল তারা। তারা নব্য জেএমবির নিহত শীর্ষ জঙ্গী সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জিহাদী বই, লিফলেট, অর্থ এবং ধারালো অস্ত্র। অপরদিকে নব্য জেএমবির পলাতক শীর্ষস্থানীয় জঙ্গী নুরুল ইসলাম মারজানের কারাবন্দী স্ত্রী আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌসকে অস্তঃসত্ত্বা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিমপুর জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার করার পর কারাগারে আটক করা হয় নারী জঙ্গী প্রিয়তীকে। র‌্যাব সূত্রে এ খবর জানা গেছে। র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর পল্লবী এলাকা থেকে নব্য জেএমবির আতিকুর রহমান ওরফে মিলন (২১) এবং খাদেমুল ইসলাম নামে জেএমবির দুই সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন এলাকায় জঙ্গী সংগ্রহের জন্য দাওয়াতী কার্যক্রম, জঙ্গীগোষ্ঠীতে যোগদানের জন্য নিখোঁজদের আশ্রয়দান, অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান মিলন বলেছে, সে ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেছে। তারপর ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৩.৫০ পেয়ে ২০১৪ সালে এইচএসসি পাস করে এবং বিশ্ববিদ্যালয় কোচিং করার জন্য রংপুরে অবস্থান করে। এরপর সে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৫ সালে সমাজকর্ম বিষয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি হয়। এখানে কিছুদিন ক্লাস করার পর পারিবারিক অভাব-অনটনের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। মিলন জিজ্ঞাসাবাদে জানায়, তার সঙ্গে ২০১৬ সালের জানুয়ারি মাসের দিকে ফেসবুকের মাধ্যমে কুমিল্লার ফজলে রাব্বীর সঙ্গে যোগাযোগ হয়। ফজলে রাব্বী নিজেকে জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) সদস্য হিসেবে পরিচয় দেয়। ফজলে রাব্বী তার ফেসবুক আইডিতে যে সমস্ত জিহাদী পোস্ট দিত, সেগুলো মিলন লাইক দিয়ে তার নিজের আইডিতে শেয়ার করত। পরবর্তী সময়ে তাদের মধ্যে মোবাইল এ্যাপসের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয়। ফজলে রাব্বী মিলনকে ২০১৬ সালের জুলাই মাসের দিকে আব্দুর রহমান নামে সংগঠনের এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। গত ৮ অক্টোবর র‌্যাবের অভিযানে আব্দুর রহমান সারোয়ার জাহানের মৃত্যুর পর সে জানতে পারে উল্লেখিত বড় ভাই জেএমবির একটি গ্রুপের প্রধান। নব্য জেএমবির প্রধান আব্দুর রহমান নিহত হওয়ার আগে বিভিন্ন সময় মিলনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাকে বিভিন্ন জায়গায় অর্থ বহনের কাজে নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় মিলন গাজীপুরসহ কয়েকটি জায়গায় অর্থ দিয়ে আসে এবং টঙ্গীর একটি বস্তিতে অর্থ দিতে গিয়ে খাদেমুলের সঙ্গে তার পরিচয় হয়। খাদেমুল ইসলামও নব্য জেএমবির সক্রিয় সদস্য হয়ে জঙ্গী তৎপরতায় জড়িত হয়। র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লুৎফুল কবির জানিয়েছেন, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্লবী এলাকার লালমাটিয়া থেকে জেএমবি সদস্য মিলন ও খাদেমুল ইসলামকে আটক করে র‌্যাবের একটি দল। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদী বই, দুটি ব্যাগ, বিভিন্ন ধরনের লিফলেট, নগদ ৩৭ হাজার ৫৯৩ টাকা ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জঙ্গীর স্ত্রীর হাসপাতালে কন্যাসন্তান প্রসব ॥ নব্য জেএমবির পলাতক শীর্ষ জঙ্গী নুরুল ইসলাম মারজানের স্ত্রী কারাবন্দী নারী জঙ্গী আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌসকে অন্তঃসত্ত্বা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার রাতে কন্যাসন্তান প্রসব করেছেন।
×