ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বনিম্ন ১৫ হাজার টাকা মজুরি দাবিতে আন্দোলন অব্যাহত

আশুলিয়ায় ৩০ পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

প্রকাশিত: ০৫:৪১, ২০ ডিসেম্বর ২০১৬

আশুলিয়ায় ৩০ পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ ডিসেম্বর ॥ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা করার দাবিতে সপ্তাহখানেক ধরে চলা আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে ৩০টির মতো কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। এদিন সকালে দি রোজ ড্রেসেস লিমিটেড, এম. ডিজাইন, এনভয়, উইনডি, হিয়ন এ্যাপারেলস, দ্যা ডিজাইন এ্যান্ড জিন্স, সিতারা, শেড ফ্যাশন, দ্যা আইডিয়াস ফ্যাশন, লিন্ডা, ডেকোসহ ৩০টির মতো কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। পরে শ্রমিকরা বাসায় ফিরে যায়। পুলিশী নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ বলছে, দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরনসহ আশপাশের এলাকার অন্তত ৩০ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে কারখানা থেকে বের হয়ে যায়। এদিকে কয়েক শ্রমিক নেতা বলেন, বর্তমানে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দেয়া হচ্ছে ৫ হাজার ৩শ’ টাকা। দ্রব্যমূল্যের উর্ধগতি ও বাসা ভাড়া বাড়ার কারণে এ টাকা দিয়ে একজন শ্রমিকের জীবন-যাপন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই, শ্রমিকরা সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকার দাবিতে আন্দোলন করছে। জামগড়ার রোজ ড্রেসেস লিমিটেডের জিএম সাধন দে বলেন, কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলে আসছে। এতে সময়মতো শিফমেন্টের কাজ করা সম্ভব হচ্ছে না। সমস্যার দ্রুত সমাধান না হলে আমাদের লোকসান গুনতে হবে। রবিবার রাতে ঢাকা জেলা পুলিশের আয়োজনে বাইপাইলে একটি কমিউনিটি সেন্টারে গার্মেন্টস-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌমন্ত্রী শাজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানান। এ সময় স্থানীয় এমপি ডাঃ এনামুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদের চিহ্নিত করা হবে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা আলোচনা করে সমাধান করা হবে। শ্রমিকদের জন্য সরকার সবসময় কাজ করছে। কোন উদ্দেশ্য নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদের চিহ্নিত করা হবে। শ্রমিক অসন্তোষ অযৌক্তিক-স্বরাষ্ট্রমন্ত্রী ॥ স্টাফ রিপোর্টার জানান, আশুলিয়ার পোশাক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ তৈরি করে যারা কাজে যাচ্ছেন না, তাদের মালিকরা বেতন দেবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন। সোমবার বিকেলে কারখানার মালিকরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন বলেও সাংবাদিকদের জানান তিনি। তবে এর পেছনে পরিস্থিতি অস্থিতিশীল করার কোন ষড়যন্ত্র আছে কি-না, তা খুঁজে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। সব মিলিয়ে মোট ৪৬ কারখানা বন্ধ রয়েছে।
×