ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোটি টাকার ফসল রক্ষায় লিজ বাতিলের সুপারিশ

প্রকাশিত: ০৫:২৭, ১৯ ডিসেম্বর ২০১৬

কোটি টাকার ফসল রক্ষায় লিজ বাতিলের সুপারিশ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ দু’দফায় সরেজমিন পরিদর্শন হয়েছে। বিজয়নগরের কৃষি অফিসার কাদরখালের লিজ নিয়ে সৃষ্ট জটিলতায় খাল এলাকা পরিদর্শন করেন। এরপর কৃষি ও কৃষকের স্বার্থে কাদরখালের লিজ বাতিলের সুপারিশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত সপ্তাহে এ সংক্রান্ত সুপারিশ পেশ করা হয়। এতে উল্লেখ করা হয় খালটির বর্তমান লিজ গ্রহীতাকে না দিয়ে বুধন্তী ইউনিয়ন পরিষদকে দেয়া যেতে পারে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। অন্যদিকে ভবিষ্যতে ফসল রক্ষা পাবে। এ নিয়ে একাধিক সুপারিশও পেশ করা হয়। বিজয়নগর উপজেলার কাদরখাল লিজ দেয়ায় অন্তত ৭৫০০ একর জমি পানির অভাবে শুকিয়ে যায়। কারণ উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া কাদরখালে মাছ ধরার জন্য বাঁধ দেয়া হয়। এতে এ এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানির অভাবে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। সূত্র জানায়, প্রতি এক কানি জমিতে ১৮ থেকে ২০ মণ ধান উৎপাদন হয়। সে হিসাবে সাত হাজার পাঁচ শ’ একর জমিতে অন্তত সাড়ে চার লাখ মণ ধান উৎপাদন হওয়ার কথা। কিন্তু খালটি লিজ দেয়ায় বিপুল পরিমাণ ফসলি জমিতে পানি দেয়া সম্ভব হচ্ছে না। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হয়। অন্তত সাড়ে চার লাখ মণ ধান কম উৎপাদন হবে বলে কৃষি কর্মকর্তারা আশঙ্কা করছেন। উপজেলার সেমড়া, তালতলা, ফতেহপুর, বুল্লা, মেরাসানী, গাছতলা, গোপালপুর, মিঠাপুকুর, এখতারপুর, পাইকপাড়া, মেঘশিমুল, বড়চাল, হাজীপুর, হাতুড়াপাড়া এবং বুধন্তি ইউনিয়নের আংশিকসহ আশপাশ গ্রামের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, গত সপ্তাহে জনকণ্ঠে এ সংক্রান্ত রিপোর্টও প্রকাশিত হয়।
×