ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন মান্না

প্রকাশিত: ০৫:২১, ১৯ ডিসেম্বর ২০১৬

ঢাকা কেন্দ্রীয় কারাগার  থেকে মুক্তি  পেলেন মান্না

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ সেনাবাহিনীকে উস্কানি দেয়ার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রবিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তিনি জামিনে মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম মান্নার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের ১০ নবেম্বর সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা এক মামলায় মাহমুদুর রহমান মান্না জামিন পেয়েছিলেন। জামিন প্রশ্নে রুলের ওপর শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। নেছার আলম বলেন, মাহমুদুর রহমান মান্নার জামিনের কাগজপত্র পাওয়ার পর রবিবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
×