ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় নৃত্যাঞ্চলের ‘আমি বাংলায় গান গাই’

প্রকাশিত: ০৬:৫০, ১২ ডিসেম্বর ২০১৬

কলকাতায় নৃত্যাঞ্চলের ‘আমি বাংলায় গান গাই’

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। আগামী ১৫ ডিসেম্বর উদ্বোধনী দিনে নৃত্যশিল্পী শামীম আরা নীপার পরিচালনায় নৃত্যাঞ্চলের শিল্পীরা পরিবেশন করবে ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক নৃত্যালেখ্য। শামীম আরা নীপা জানান, অনুষ্ঠানটি কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদসহ নৃত্যাঞ্চলের ৩০ শিল্পী অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে আমরা আগামী ১৪ ডিসেম্বরর কলকাতার উদ্দেশ ঢাকা ত্যাগ করব। উদ্বোধনী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন।
×