ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি ধ্বংস হয়ে যাবে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:১৪, ১২ ডিসেম্বর ২০১৬

 আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি ধ্বংস হয়ে যাবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গণতন্ত্র শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে নিজেদের রায় দিয়ে থাকেন দেশের জনগণ। ২০১৪ সালে নির্বাচনী ট্রেন মিস করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিরাট ভুল করেছেন। ২০১৯ সালে আবার নির্বাচনী ট্রেন আসবে। সেই ট্রেনে না উঠলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। রবিবার বিকেলে রাজধানীর কমলাপুরে নতুন কোচ দ্বারা ঢাকা-সিরাজগঞ্জ রুটে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ সার্ভিসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। রেল সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, গাজী আমজাদ হোসেন মিলন ও তানভীর ইমাম প্রমুখ বক্তব্য রাখেন। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও না করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামীতে আন্দোলনের নামে কোন ধরনের জ্বালাও-পোড়াও করবেন না। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর আন্দোলন করতে গিয়ে ট্রেন, বাস, ট্রাক পুড়িয়েছেন। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছেন। দেশের জনগণ এমন আগুনে পুড়ে মরতে নয়, মানুষের মতো করে বাঁচতে চায়। রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছিল। ভুয়া হাসপাতাল ডাক্তার চিহ্নিত করে ব্যবস্থা নিতে সাহায্য করুন ॥ অবৈধ ও ভুয়া হাসপাতাল, ক্লিনিক এবং ডাক্তার চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সহযোগিতা করার জন্য চিকিৎসক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যে ডাক্তার রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করেন তাকেও চিহ্নিত করে ব্যবস্থা নিতে চিকিৎসক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। শুধু সেমিনার সম্মেলন নয়, বিভিন্ন অনিয়ম বন্ধ করে চিকিৎসক সমাজের মর্যাদা উর্ধে তুলে ধরতে সংগঠনগুলোকেই দায়িত্ব নিতে হবে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে এ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনসের ৩য় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, বিএমএ মহাসচিব ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, এ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনসের মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল হানিফ টাবলু। অনুষ্ঠানে বাংলাদেশে পেডিয়াট্রিক সার্জারির প্রতিষ্ঠাতা এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ কাজী কামরুজ্জামানের নামে অধ্যাপক সাজ্জাদুর রহমানকে স্বর্ণপদক ও চারজন চিকিৎসককে সাধারণ পদক প্রদান করা হয়। মেডিক্যাল শিক্ষার মান নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, যে প্রতিষ্ঠান থেকে পাস করে ডাক্তার সৃষ্টি হবে সেই কলেজকে অবশ্যই নীতিমালা ও শর্ত মেনে চলতে হবে। স্থায়ী শিক্ষক থাকবে না, হাসপাতালে প্রয়োজনীয় শয্যা থাকবে না, লাইব্রেরি নেই, শর্ত মোতাবেক অবকাঠামো নেই, এমন মেডিক্যাল কলেজ চালু রাখার দরকার নেই। সরকার কঠোর অবস্থান নিয়ে এ বছর চারটি বেসরকারী কলেজে ছাত্র ভর্তি বন্ধ করেছে। আগামীতেও যারা নীতিমালা মানবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়া হবে।
×