ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গার্মেন্টস কর্মকর্তাকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:০৪, ৯ ডিসেম্বর ২০১৬

গার্মেন্টস কর্মকর্তাকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনশ্রীতে ছিনতাইকারীরা এক গামের্ন্টস কর্মকর্তাকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। পুরান ঢাকার শনিরআখড়ায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে একই স্কুলের দশম শ্রেণীর তিন শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গার্মেন্টস কর্মকর্তা সাইফুল তার সহকর্মীকে নিয়ে বনশ্রী সি-ব্লকের একটি ব্যাংক থেকে ফ্যাশন আইল্যান্ড নামের একটি গার্মেন্টসের ২০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে রিক্সাযোগে তার কর্মস্থল ফ্যাশন আইল্যান্ডে যাচ্ছিলেন। রিক্সাযোগে কিছুদূর এগিয়ে এলে দুটি মোটরসাইকেলে ৪ যুবক তাদের রিক্সার গতিরোধ করে। মোটরসাইকেলের চার দুর্বৃত্ত এ সময় সাইফুলের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা সাইফুলের পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকারীর গুলিতে গুলিবিদ্ধ সাইফুলকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য একাধিক পুলিশ টিম কাজ করছে। তিন শিক্ষার্থী আহত ॥ রাজধানীর শনিরআখড়ায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে একই স্কুলের দশম শ্রেণীর তিন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেÑ মেহেদী হাসান, মিরাজুল আবেদিন ও আহাদ। আহতরা শনিরআখড়ার বর্ণমালা আদর্শ স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। হাসপাতালে আহত শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বর্ণমালা আদর্শ স্কুল এ্যান্ড কলেজের সামনে দুই ক্লাসের শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে। এতে মেহেদীর বাম হাতে, মিরাজুলের বুকে ও বাহুতে এবং আহাদের বাম ঊরুতে ছুরির আঘাত লাগে। পরে অন্য শিক্ষার্থীরা আক্রমণকারী সাব্বিরকে স্কুলে আটক করে রাখে। তবে কী কারণে কথাকাটাকাটি হয়েছে তা কিছুই বলতে রাজি হয়নি মেহেদী। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছুরিকাঘাতে আহত তিন শিক্ষার্থীকে ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে মিরাজুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন চিকিৎসা নিয়ে চলে গেছে। সড়ক দুর্ঘটনায় ছাত্র আহত ॥ বৃহস্পতিবার বিকেলে মতিঝিল মধুমিতা হলের সামনে একটি বেপোরোয়া গতির বাস পেছন থেকে একটি মোটরসাইকেলসহ কয়েক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র পুলককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে ৫৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওই সব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, ইনজেকশন ও ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হয়েছে।
×