ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে খোলা মাঠে হাজার হাজার বস্তা সার ॥ নষ্ট হচ্ছে মান

প্রকাশিত: ০৪:২৮, ৯ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাটে খোলা মাঠে হাজার হাজার বস্তা সার ॥ নষ্ট হচ্ছে মান

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৮ ডিসেম্বর ॥ জয়পুরহাট বাফার সার গোডাউন চত্বরে হাজার হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। গোডাউনে স্থান সঙ্কুলান না হওয়ায় প্রতি বছরই এভাবে খোলা আকাশের নিচে সার রাখা হয়। বাফার সার গোডাউনটি দু’হাজার টনের ধারণক্ষমতার হলেও অতিরিক্ত আরও তিন হাজার টন ঠাসাঠাসি করে রাখায় ওই সারের গুণগতমানও নষ্ট হচ্ছে। বাফার সার গোডাউন দফতর সূত্রে জানা যায়, জেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ৪৯ হাজার টন। অপরদিকে পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাট ও পতœীতলা উপজেলার কৃষকদের সারের চাহিদা প্রায় ১৫ হাজার টনসহ প্রায় ৬৫ হাজার টন সার এ বাফার গোডাউনের তত্ত্বাবধানে পাঠানো হয়। এ বিপুল পরিমাণ সার দু’হাজার টনের গোডাউনে অতিরিক্ত আরও তিন হাজার টন গাদাগাদি করে রাখার পর অবশিষ্টগুলো খোলা আকাশের নিচে রাখা হয়। জয়পুরহাটের ৫৬ ও নওগাঁর দুই উপজেলার ২০ ডিলার এ গোডাউন থেকে সার সরবরাহ নিয়ে কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নিয়ে যায়। চাহিদা অনুযায়ী সারও আসছে যথানিয়মে। এতে গোডাউনে ও খোলা আকাশের নিচে রাখা সারগুলোর গুণগতমান এবং কার্যকারিতা কমে যাচ্ছে। জয়পুরহাট বাফার গোডাউন সূত্রে জানা যায়, খোলা আকাশের নিচে রাখা সারগুলো রোদ, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গুণগতমান নষ্ট হয়ে যায়। ফলে ডিলাররা ওই সার নিতে নানা সময় আপত্তি জানায়। সার ডিলার মেসার্স আবু বক্কর সিদ্দিকের প্রতিনিধি সাখোয়াত হোসেন জানান, সারগুলো দীর্ঘদিন থেকে গোডাউনেই পড়ে রয়েছে। এ সারগুলোর গুণগতমান প্রায় নষ্ট হয়ে গেছে। ফলে দীর্ঘদিন গোডাউনে রাখা ওই সারগুলো ডিলাররা নিতে চাইবে না। ডিলার মেসার্স সাইদুর রহমানের প্রতিনিধি মোঃ জাহিদ একই কথা জানান। চালকের স্ত্রীকে গণধর্ষণ ॥ গ্রেফতার এক নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৮ ডিসেম্বর ॥ ভালুকা পৌরসদরের ১নং-ওয়ার্ডের কোর্ট ভবন এলাকায় এক ট্রাক চালকের স্ত্রীকে চারজন তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ তারা মিয়া নামের এক হোটেল বয়কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আনুমানিক ৩টার দিকে। জানা যায়, বুধবার রাতে শেরপুর জেলার কান্দাপাড়া এলাকার ওই গৃহবধূ গাজীপুরের শালনার বশিরবাবার মাজারে যান। সেখান থেকে মাজারের খাদেম তাকে একটি লোকাল বাসে তুলে দেন। শাহনাজ স্বামীর সন্ধানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ২নং-ওয়ার্ড পাইলট স্কুলের মোড় এলাকায় রিপন হোটেলে যান। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর হোটেলের কর্মচারী তারা মিয়া তাকে একটি ট্রাকে তুলে দেয়। কিছুদূর যেতেই তিন যুবক মোটরসাইকেলে গিয়ে ট্রাকটি ব্যারিকেড দিয়ে তাঁকে জোরপূর্বক নামিয়ে নিয়ে কোর্ট ভবনের পেছনে নির্জন স্থানে তারা মিয়াসহ ৪ জন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ভোরে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করলে স্থানীয়ার তারা মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
×