ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৪:১৭, ৮ ডিসেম্বর ২০১৬

ঢাকা-চট্টগ্রাম সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ॥ দুর্ভোগ

মীর শাহ আলম, কুমিল্লা ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ শেষ না হতেই মহাসড়কের দু’পাশ ঘিরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এক শ্রেণীর প্রভাবশালীরা অবৈধভাবে ফুটপাথসহ মহাসড়কের পাশে সওজ’র মূল্যবান সম্পত্তি দখল করে চুটিয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানা পরিচালনা করছেন। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীসহ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। এসব অবৈধ দখলদারদের কারণে বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিসহ জানমালের ক্ষতি হচ্ছে। এদিকে মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে কোকাকোলা বেভারেজ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এতে ওই কোম্পানির অবৈধ স্থাপনা অপসারণের জন্য সওজ-কুমিল্লার সড়ক উপ-বিভাগীয় কার্যালয় থেকে বুধবার বিকেলে ওই কোম্পানির মহাব্যবস্থাপক (ফ্যাক্টরি) বরাবরে নোটিস দেয়া হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফোরলেনের উদ্বোধন করেন। উদ্বোধন হলেও সড়কের বিভিন্নস্থানে ছোটখাটো সমস্যা দূরীকরণসহ সৌন্দর্যবর্ধনের কার্যক্রম চলছে। এদিকে এ মহাসড়কের আলেখারচর, দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার বাজার, পদুয়ার বাজার, সুয়াগাজী, মিয়াবাজার, চৌদ্দগ্রামসহ কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারের বিভিন্নস্থানে সড়কের উভয় পাশ ঘেঁষে সরকারী সম্পত্তি দখল করে গড়ে তুলছে ব্যবসা-প্রতিষ্ঠান, বাস-ট্রাক-সিএনজি স্ট্যান্ডসহ অবৈধ স্থাপনা। এছাড়া রাস্তার পাশে গড়ে তোলা হয়েছে অবৈধ ট্রাক স্ট্যান্ড। সড়ক ও জনপদ বিভাগ থেকে এসব অবৈধ স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে অপসারণের জন্য ওই কোম্পানি নোটিস দেয়া হয়েছে। এ বিষয়ে সওজ’র কুমিল্লাস্থ নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, সড়কের বিভিন্নস্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে পর্যায়ক্রমে নোটিস প্রদানসহ অভিযান পরিচালনা করা হবে।
×