ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সংসদের নক্সার বাক্স খোলা হতে পারে আজ

প্রকাশিত: ০৮:০৮, ৭ ডিসেম্বর ২০১৬

সংসদের নক্সার বাক্স খোলা হতে পারে আজ

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্র থেকে আনা জাতীয় সংসদ ও আশপাশের এলাকার নক্সার বাক্স বুধবার খোলা হতে পারে বলে স্পীকার শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন। এরপর গুছিয়ে সেগুলো প্রধানমন্ত্রীকে দেখানো হবে বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে বাংলাদেশে আসা সংসদ ভবনের মূল নক্সার অনুলিপি নিয়ে করণীয় ঠিক করতে সোমবার রাতে সংসদ অধিবেশন শেষে শিরীন শারমিনের সঙ্গে বৈঠক করেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখানে নক্সার বাক্স খোলা ও এ বিষয়ে প্রাথমিকভাবে করণীয় নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান। এ বিষয়ে জানতে চাইলে স্পীকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার বলেন, ‘স্থপতিদের সঙ্গে আলোচনা করে নক্সাগুলোর ‘সর্টিং’ করা হবে। এজন্য কয়েক দিন সময় লাগবে। এরপর প্রধানমন্ত্রীকে সেগুলো দেখানো হবে। নক্সা দেখানোর পর একটি সেট সংসদে রেখে দেয়া হবে। বাকি সেটগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সিদ্ধান্ত হবে, সেখানে পাঠানো হবে।’
×