ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সুন্দরী নাট্যমেলায় মঞ্চস্থ আমিনা সুন্দরী

প্রকাশিত: ০৫:৫১, ৭ ডিসেম্বর ২০১৬

সুন্দরী নাট্যমেলায় মঞ্চস্থ আমিনা সুন্দরী

স্টাফ রিপোর্টার ॥ পথচলার এক যুগ পূর্ণ করেছে নাট্যদল নাট্যতীর্থ। আর এই সাফল্যের উদ্্যাপনে আয়োজন করা হয়েছে ছয় দিনের নাট্যোৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে সুন্দরী নাট্যমেলা শিরোনামের এ উৎসব। নারীর চরিত্রকে মুখ্য করে নির্মিত সুন্দরী নামাঙ্কিত ছয়টি নাটকে সাজানো হয়েছে এ অয়োজন। নারীর সৃজনে ঋদ্ধ বিশ্ব চরাচর সেøাগানে চলমান মেলার পঞ্চম দিন ছিল মঙ্গলবার। এদিন সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৩০০ বছর আগের কাহিনী ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে নাট্যকার এস এম সোলায়মান রচিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবি। বাঙালি নারীর প্রেম ও পুরুষশাষিত সমাজের নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা এ নাটকের মূল উপজীব্য। নাটকের শুরুতেই দেখা মেলে পতিভক্ত নারী আমিনার সঙ্গে। যার স্বামী নছর পেশায় একজন জাহাজের মালুম। ব্যবসার জন্যে বার্মার উদ্দেশে যাওয়া স্বামীর অপেক্ষায় দিন কাটাতে থাকে আমিনা। সেখানেই নছর বিয়ে করে বার্মা-তরুণী এখিনকে। এক সময় ফিরে আসে নছর, তখন স্ত্রী আমিনা বন্দী ভোলা সওদাগরের কাছে। আমিনার খোঁজ না পেয়ে ফিরে নছরকে প্রত্যাখ্যান করে এখিনও। সর্বস্ব হারিয়ে নছর আশ্রিত হয় ভোলা সওদাগরের ঘরে। সেখানেই পুনঃরায় মিলন হয় নছর ও আমিনার। দশক বাদে এ সাক্ষাতে আবেগআপ্লুত আমিনা আবার প্রত্যাখ্যাত হয় স্বামীর কাছে। প্রেমের কাছে হার মানে পুরুষতান্ত্রিক সমাজের আমিনার সতীত্ব। তিনশ বছর পূর্বের নারীর প্রতি পুরুষের প্রতারণা ও প্রবঞ্চনা আজও বর্তমান। নির্দেশক রোকেয়া রফিক বেবির ভাষ্যমতে, আমিনা সুন্দরীর গল্প এ নাটকে তুলে আনা হয়েছে হাজার নারীর গল্প হিসেবে। এ নাটকের একটি সংলাপ আমাকে ভীষণভাবে ভাবিত করে। আমিনা সুন্দরী আমার কাছে কোন সময়ের গল্প নয়, সবকালে পৃথিবীর সবপ্রান্তেই এ গল্প সত্যনিষ্ঠ । তাই এক আমিনার গল্পে আমি উপস্থাপন করেছি বহু আমিনার গল্প। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, এজাজ, রিয়াজ হোসেন, ফেরদৌস আমিন বিপ্লব, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, ফৌজিয়া করিম অনু, শিল্পী চৌধুরী, আনিকা মাহিন প্রমুখ। শুক্রবার থেকে শুরু হওয়া সুন্দরী নাট্যমেলার শেষ দিন আজ বুধবার। এদিন সন্ধ্যায় ময়মনসিংহের অন্বেষা থিয়েটার মঞ্চস্থ করবে ‘ভানু সুন্দরী’। আন্তর্জাতিক একক অভিনয় উৎসব শুরু কাল ॥ ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক একক অভিনয় উৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটার হলে আট দিনের এ নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশসহ চার দেশের ১১টি নাটক। কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আন্তর্জাতিক এ নাট্যোৎসবে বাংলাদেশের ৭টি দলের সঙ্গে অংশ নেবে ৪টি বিদেশী নাট্যদল। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবের সার্বিক তথ্য তুলে ধরেন আইটিআইয়ের বিশ্ব কেন্দ্রের সম্মানিত সভাপতি রামেন্দু মজুমদার ও বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। চট্টগ্রামে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প উদ্বোধন ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। সোমাবার এ ক্যাম্প শুরু হলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংস্কৃতিমন্ত্রী তা উদ্বোধন করেন। আজ বুধবার এ আর্ট ক্যাম্প শেষ হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৫৫ দেশের অংশগ্রহণে ১ ডিসেম্বর ২০১৬ থেকে শিল্পকলার চিত্রশালার প্লাজায় শুরু হওয়া মাসব্যাপী ১৭তম এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর অংশ হিসেবে কেইপিজেডে এ আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সহযোগিতা প্রদান করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান কর্পোরেশন। তারেক মাসুদের ৬০ তম জন্মদিন পালিত ॥ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভার মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬০তম জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারেক মাসুদ চলচ্চিত্র সংসদ। এ সময় তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারেক মাসুদের সামধি চত্বরে ‘তারেক মাসুদের জীবন ও কর্মের’ উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
×