ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম্মার ঘনিষ্ঠ মিত্র পন্নিরসেলভাম

জয়ললিতার প্রতি শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল

প্রকাশিত: ০৩:৫৮, ৭ ডিসেম্বর ২০১৬

জয়ললিতার প্রতি শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল

ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ও তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার শোকার্ত মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই হাজার হাজার ভক্ত, সমর্থক ও দলীয়কর্মীরা নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। তার মরদেহ ভারতের জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে রাজ্যের সরকারী রাজাজি হলে রাখা হয়। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জয়ললিতার ঘনিষ্ঠ মিত্র পন্নিরসেলভাম। এর আগে তিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর এএফপি ও এনডিটিভির। জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার সোমবার রাতে এই শোক ঘোষণা করেন। রাজ্যের মুখ্যসচিব পি রামা মোহনা রাও এক প্রজ্ঞাপনে সাতদিনের এই শোক ঘোষণা করেন। প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার থেকে রাজ্যে সাত দিনের শোক পালন শুরু হবে। শোক চলাকালে রাজ্যের সব সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া তামিলনাড়ুর সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। দিল্লীর কেন্দ্রীয় সরকার তার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সরকারী ছুটির দিন ঘোষণা করেছে। অসংখ্য মানুষ লাইন ধরে প্রিয় নেত্রীর কফিনের পাশ দিয়ে হেঁটে তাকে এক নজর দেখেন। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা জয়ললিতা তার লাখ লাখ সমর্থকের কাছে ‘আম্মা’ নামেই পরিচিত ছিলেন। তার প্রয়াণে শোকস্তব্ধ চেন্নাইয়ের জনজীবন। থমকে গেছে সেখানকার স্বাভাবিক ছন্দ। মঙ্গলবার সকাল থেকে সুনসান চেন্নাইয়ের রাস্তাঘাট। চলছে না কোন গাড়ি, বন্ধ সব দোকান, খোলা নেই কোন হোটেল। নেত্রীর প্রতি সম্মান জানাতে আগামী তিনদিন রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সব ছবির শূটিং বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়ে গেছে বহু থিয়েটারের শো। চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে সোমবার রাত সাড়ে ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা। গত আড়াই মাস সেখানেই ভর্তি ছিলেন ৬৮ বছর বয়সী জয়ললিতা। রাজভবনে গবর্নর সিএইচ বিদ্যাসাগর রাও রাত সোয়া ১টার দিকে পন্নিরসেলভামকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এ সময় রাজ্য সরকারের ৩১ মন্ত্রীর সবাই উপস্থিত ছিলেন। তারাও নতুন করে শপথ গ্রহণ করেন। জয়ললিতার মৃত্যুর খবর ঘোষণার পর তার নেতৃত্বাধীন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) পার্টি দ্রুতই পন্নিরসেলভামকে রাজ্য পরিষদের নেতা নির্বাচন করে। চিকিৎসাধীন অবস্থায় গত অক্টোবরে উপ-মুখ্যমন্ত্রী পন্নিরসেলভামের কাছে যাবতীয় প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করেছিলেন জয়ললিতা। এর আগেও পন্নিরসেলভাম আরও দুই দফা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালে ভারতের সুপ্রীমকোর্ট জয়ললিতাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে বাধা দিলে এক বছর পন্নিরসেলভাম ওই দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে জয়ললিতা দোষী সাব্যস্ত হলে আবারও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন ‘আম্মা’র ঘনিষ্ঠ পন্নিরসেলভাম। ২০১৫ সালের মে মাসে কর্নাটক হাইকোর্ট জয়ললিতাকে সব অভিযোগ থেকে খালাস দিলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান পন্নিরসেলভাম।
×