ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চালকবিহীন গাড়ি নির্মাণ করছে এ্যাপল

প্রকাশিত: ০৬:৩৫, ৬ ডিসেম্বর ২০১৬

চালকবিহীন গাড়ি নির্মাণ করছে এ্যাপল

কম্পিউটার ও আইফোন নির্মাতা কোম্পানি এ্যাপল এই প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা চালকবিহীন গাড়ি তৈরির জন্য অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিবহন সংক্রান্ত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাছে দেয়া এক চিঠিতে এ্যাপল বলেছে, তারা স্বয়ং-চালিত গাড়ির ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে খুবই আগ্রহী। অনেক দিন ধরেই এমন জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু কোম্পানিটি এ পর্যন্ত তা স্বীকার করেনি। অন্য বেশ কিছু কোম্পানিও ইতোমধ্যেই চালকবিহীন গাড়ি তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছে। আমেরিকার নামী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ২০২১ সালের মধ্যে স্বয়ংচালিত গাড়ি রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে। তারা বলেছে, তারা এ অনুমানের ভিত্তিতেই কাজ করছে যে এ্যাপলও এ ধরনের গাড়ি তৈরি করবে। এ্যাপল ইতোমধ্যেই গাড়ি সংক্রান্ত কিছু ইন্টারনেট ডোমেইন নাম রেজিস্টার করেছে, যেমন এ্যাপল ডট কার এবং এ্যাপল ডট অটো। -অর্থনৈতিক রিপোর্টার তেলের মূল্য বৃদ্ধিতে ভারতের উদ্বেগ ২০০৮ সালের পর এই প্রথম তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে এসেছে ওপেক। এরপরই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে পণ্যটির দর। ৩ দিনে দর বেড়েছে ১৪ শতাংশ। কিন্তু এতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোটেকের সম্মেলনে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, তেলের উচ্চ দর ভারতের প্রবৃদ্ধির গতিকে থমকে দেবে। গত সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠকে উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত পাকা হওয়ার পর ব্রেন্ট ক্রুড শ্রেণীর তেলের দর ওঠে ৫৪.৫৬ ডলার। ২০১৪-১৫ সালে তেলের টানা দরপতনে ভারত তাদের দেশে শুধু পেট্রোল-ডিজেলের দাম কমায়নি, এর মাধ্যমে বড় ধরনের রাজস্ব ঘরে তুলেছে। এর আগের দুই বছরে দেশটিকে ৮৪ থেকে ১০৫ ডলারের মধ্যে তেল কিনতে হয়েছে। কিন্তু তেলের দাম কমতে কমতে যখন ৩০ ডলারে নেমে আসে, তখনই বেশি লাভ করেছে ভারত। -অর্থনৈতিক রিপোর্টার
×