ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পাবলিক টয়লেটকে চেকে পেমেন্ট!

প্রকাশিত: ০৬:০১, ৬ ডিসেম্বর ২০১৬

পাবলিক টয়লেটকে চেকে পেমেন্ট!

ভারতে সবজি ও ফল বিক্রেতা থেকে শুরু করে অন্য দোকানদাররা এ্যাপভিত্তিক পেমেন্ট অথবা প্লাস্টিক মানি গ্রহণ করছেন। এ ক্ষেত্রে তাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তবে ভারত যে নগদ অর্থ ছাড়াই লেনদেনের ধারণায় এগিয়ে যাচ্ছে তার একটি বড় প্রমাণ খুঁজে পাওয়া গেছে। তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে এক লোক টয়লেট ব্যবহারের জন্য চেকের মাধ্যমে পাওনা পরিশোধ করেছেন। তিনি ‘পাবলিক টয়লেট মাদুরাই’ বরাবর এ চেক লেখেন। অর্থের পরিমাণ ছিল মাত্র পাঁচ রুপী। ফেসবুক ইউজার মুরালিধরন গত ২ ডিসেম্বর এই চেকের একটি ছবি শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এ নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া হয়। মুরালিধরন ফেসবুকে লেখেন, ‘কান্ট্রি মুভিং টুয়ার্ডস ক্যাশলেস ইকোনমি। পেমেন্ট মেড বাই চেক ফর রুপিস ফাইভ ফর ইউজিং দ্য পাবলিক টয়লেট ইন মাদুরাই, টিএন. গুসবাম্পস!’ গত ৮ নবেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫শ’ ও এক হাজার রুপীর নোট নিষিদ্ধের ঘোষণা দেন। এতে ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নাগরিকরা ৫শ’ ও এক হাজার রুপির নোট পাল্টাতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে থাকে। আর তখন থেকে প্লাস্টিক মুদ্রা ও এ্যাপভিত্তিক অর্থ প্রদানের পদ্ধতি লেনদেনের জন্য অগ্রাধিকার পেয়েছে। -এনডিটিভি
×