ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় আন্তর্জাতিক ‌গিটার উৎসব

প্রকাশিত: ১৯:৩৭, ৩০ নভেম্বর ২০১৬

কলকাতায় আন্তর্জাতিক ‌গিটার উৎসব

অনলাইন ডেস্ক॥ গত তিন দশক ধরে ভারতের যন্ত্রসঙ্গীতের মানচিত্রে পরিচিত নাম পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। তার গিটার বাদনের পাশাপাশি তিনি তৈরি করেছেন নতুন ধরনের গিটারও। শিক্ষক ও সুরকার এই মানুষটি দু’বার মনোনিত হয়েছেন আন্তর্জাতিক গ্র‌্যামি পুরস্কারের জন্য। পেয়েছেন আন্তর্জাতিক ‘বি বি সি প্ল্যানেট অ্যাওয়ার্ড’। তার তৈরি ‘স্লাইড গিটার’ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক ক্ষেত্রে ‘লর্ড অফ স্ট্রিংস’ নামেই পরিচিতি তার। এই পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যর উদ্যোগেই এবার কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গিটার উৎসব—‘বসুন্ধরা মহোৎসব’। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এই উৎসবে অংশ নেবেন নানা দেশের গিটার বাদকরা। যার মধ্যে উল্লেখযোগ্য কিংবদন্তী গিটার বাদক দক্ষিণ আফ্রিকার ডেরেক গ্রিপার।‌
×