ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে দুই কোম্পানি

প্রকাশিত: ০৫:১০, ৩০ নভেম্বর ২০১৬

মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও হাক্কানি পাল্প লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, হাক্কানি পাল্প সংশ্লিষ্ট ব্রোকার হাউস বা ডিপিকে আগামী ৫ ডিসেম্বরের আগেই মার্জিন ঋণধারীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সংশ্লিষ্ট ব্রোকার হাউসগুলোকে শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কন্টাক্ট নম্বর জমা দিতে হবে। অন্যদিকে মোজাফফর হোসেন স্পিনিং মিলসও সংশ্লিষ্ট ব্রোকার হাউস বা ডিপিকে আগামী ৬ ডিসেম্বরের আগেই মার্জিন ঋণধারীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সংশ্লিষ্ট ব্রোকার হাউসগুলোকে শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কন্টাক্ট নম্বর জমা দিতে হবে। এছাড়া ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের শাখার নাম, রাউটিং নম্বর ও কন্টাক্ট নম্বর জমা দিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার আগের লভ্যাংশই বহাল রেখেছে জেনারেশন নেক্সট পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সটের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ মাসের জন্য ঘোষণা করা ১০ শতাংশ লভ্যাংশ বহাল রেখেছে। এই লভ্যাংশের পুরোটাই ছিল বোনাস। সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আর সর্বশেষ ৬ মাসে ইপিএস হয়েছে ২৩ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট ছিল ২২ মে। -অর্থনৈতিক রিপোর্টার
×