ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:২২, ৩০ নভেম্বর ২০১৬

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ নবেম্বর ॥ আড়াইহাজারে এক বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে মোমেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত মোমেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আড়াইটায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকার কালু মিয়ার পুত্র ফালু মিয়ার বাড়িতে ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাত দল গৃহকর্তার বসতঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে পরিবারে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা আলমারি থেকে ৪ লাখ টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কারকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে ডাকাত দল চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দেয় এবং মোবাইল ফোনে আশপাশের লোকজনদের ডাকাতির খবর জানিয়ে দেয়। পরে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এ সময় কল্যান্দী ও রঘুনাথপুর এলাকার মধ্যবর্তী এলাকায় মোমেন নামে এক ডাকাতকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ডাকাত মোমেন নিহত হয়। সাত ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, সাত সড়ক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ফরিদপুর সদরের কোমরপুর এলাকার কোমরপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে। এদের কাছ থেকে বোমাসদৃশ নয়টি বস্তু, দুটি রামদা, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। এরা হলোÑ আলমগীর হোসেন, মতিউর রহমান, দেলোয়ার খান, কুদ্দুস খান, রিয়াজুল মোল্লা, জাফর মল্লিক এবং তবির খান। এদের মধ্যে তবির খানের বাড়ির শরীয়তপুরের চরপল গ্রামে। অন্যদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। জাপা কুষ্টিয়া শহর কমিটির সব সদস্যের পদত্যাগ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ নবেম্বর ॥ জাতীয় পার্টির কুষ্টিয়া শহর কমিটির সভাপতি একেএম আশরাফুল ইসলাম মতিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মান্নানসহ কমিটির সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন। নবগঠিত জেলা কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে সোমবার রাতে একেএম আশরাফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের জানান। পদত্যাগ করার কারণ সম্পর্কে বিবৃতি বলা হয়, গত রবিবার পত্রিকার মাধ্যমে তারা জেলা জাপার নবগঠিত কমিটি বিষয়ে জানতে পারেন। কিন্তু ওই কমিটির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু কিছুদিন আগে জাপা ছেড়ে বিএনপিতে যোগ দেন। সাধারণ সম্পাদক শাহারিয়ার জামিল জুয়েলকে কখনও জেলা নেতাদের সঙ্গে দেখা যায়নি। এছাড়া যুগ্মসাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে মামলা রয়েছে। এসব কারণে তারা শহর জাপার নেতাকর্মী সবাই একযোগে পদত্যাগ করছেন। অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ নবেম্বর ॥ নগরকান্দা উপজেলার এক অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল কাদের শেখের দুটি বসত ঘড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের বাড়িতে ঘরের মধ্যে বৈদ্যুতিক বাল্ব বার্স্ট হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
×