ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চবি সহকারী প্রক্টরকে অব্যাহতি ॥ অবরোধ প্রত্যাহার

প্রকাশিত: ০৪:০১, ২৯ নভেম্বর ২০১৬

চবি সহকারী প্রক্টরকে অব্যাহতি ॥ অবরোধ প্রত্যাহার

চবি সংবাদদাতা ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরীর রহস্যময় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার এক মৌখিক নির্দেশে চবি উপাচার্য এ অব্যাহতির আদেশ দেন। ব্যক্তিগত কারণে আনোয়ার হোসেন চৌধুরী দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। আর এ সিদ্ধান্তের ফলে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ কর্মসূচীও প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ব্যক্তিগত কারণে তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে প্রক্টর বরাবর লিখিতভাবে জানিয়েছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে আমি মৌখিকভাবে তাকে অব্যাহতি দিয়েছি।’ এর আগে গত ২০ নবেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকসংলগ্ন নিজ বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফার চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দিয়াজের অনুসারীরা এটিকে হত্যাকা- উল্লেখ করে এরপর থেকেই আন্দোলন করে আসছিল। এরপর গত শনিবার রাতে পাঁচ দফা দাবিতে লাগাতার অবরোধের ঘোষণা দেয় তারা। সোমবারও অবরোধের কারণে চবিতে শাটল চলাচল ছিল বন্ধ। চলাচল করেনি শিক্ষক বাসও। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের তুলনায় কম। অনেক বিভাগেই অনুষ্ঠিত হয়নি ক্লাস-পরীক্ষা। সাতক্ষীরায় নাশকতা মামলায় আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ নাশকতার মামলায় কলারোয়া পৌর মেয়র ও বিএনপি নেতা গাজী আকতারুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তার কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, গজী আকতারুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামালা মামলার আসামি। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা আছে। গত কয়েকদিন ধরে তিনি বিএনপি ও জামায়াত শিবিরের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পাঁয়তারা করে আসছিলেন। সোমবার দুপুরে তাকে কলারোয়া বাসস্টান্ড এলাকা থেকে আটক করা হয়েছে। এদিকে, আটক মেয়র আকতারুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা থাকলেও আকতারুল ইসলাম এ মামলায় জামিনে আছেন। পুলিশ তাকে হয়রানি করতে সাজানো মামলায় আটক দেখাচ্ছেন বলে পরিবারের অভিযোগ।
×