ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খরাসহিষ্ণু দেশী ধানের জাত ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ নভেম্বর ২০১৬

খরাসহিষ্ণু দেশী ধানের জাত ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে ॥ মতিয়া

স্টাফ রিপোর্টার ॥ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, খরাসহিষ্ণু দেশী ধানের জাত ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। দেশের মানুষের স্বাস্থ্যের ক্ষতি না হয়, উৎপাদন বৃদ্ধি পায় এমন জাত উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে। বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নিজস্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি হাইব্রিড জাত উদ্ভাবন ও সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের কৃষি ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুরুতে এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যাতে কৃষি উন্নয়নে বিএডিসির নেয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। কৃষিমন্ত্রী বলেন, আমরা হাইব্রিডের দিকে গেলাম, তারা সমালোচনার ঝড় তুলল। কিন্তু এর কারণেই আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জিএমও নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু জিএমওর কারণে কেউ মারা গেছে তা প্রমাণ করতে পারেনি কেউ। বিপরীতে কীটনাশক খেয়ে অনেকেই মারা গেছে, সে খবর সংবাদপত্রে প্রচারিত হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার পানির স্বল্পতা। আমন ও আউশ করতে গিয়ে আমরা নির্বিচারে যা খরচ করেছি, তা হচ্ছে ভূগর্ভস্থ পানি। এর প্রভাবে আর্সেনিক দেখা দিয়েছিল, বর্তমানে তাও কমে এসেছে। নদী শাসন নয়, নদীকে চলতে দিতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই বর্তমানে পরিকল্পনা কমিশনে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। বিএডিসি কর্মকর্তাদের বিভিন্ন দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএডিসির কর্মকর্তার মাটির কাছাকাছি থাকেন- আপনাদের কথা আমরা শুনব, আমাদের কথা আপনাদের শুনতে হবে। হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে, দাবি শুনলে শেখ হাসিনাই শুনবেন, দ্বিতীয় কোন ব্যক্তি নন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ইতিহাস তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ’৯৬-এ আমার বিএডিসিকে পেয়েছিলাম মুমূর্ষু রোগী হিসেবে। প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে তুলতে শেখ হাসিনা আপোসহীন ভূমিকা পালন করেন। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বিএডিসিকে গুটিয়ে ফেলার কথা বলা হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেছিলেন তা আমরা হতে দেব না। বিএডিসির কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকার সবকিছু করবে না, আবার বেসরকারী প্রতিষ্ঠানকে লাগামহীনভাবে চলতে দেয়া যাবে না। এটা কলকারখানা নয়, এটা একটা সংস্থা। আমরা কেউ শ্রমিক বিরোধী নই, সেটাও মাথায় রাখতে হবে। বিএডিসির অনেক সম্পদ ছিল, তাও দখল হয়ে গেছে। যা উদ্ধার করতে পারব না সেখানে শক্তি অপচয় করব কিনা তাও ভেবে দেখতে হবে। বিএডিসির চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি, কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, শ্রমিক নেতা মুন্নুজান সুফিয়ান, বিএডিসির সিভিএ সভাপতি মোঃ কুতুব উদ্দিন প্রমুখ।
×