ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খুলনা পাওয়ার থেকে সরে গেল ইউনাইটেড

প্রকাশিত: ০৫:০২, ২৪ নভেম্বর ২০১৬

খুলনা পাওয়ার থেকে সরে গেল ইউনাইটেড

মূলত খুলনা পাওয়ার কোম্পানির উদ্যোক্তা শেয়ার হাতবদলের কারণেই ৫ বছরের সর্বোচ্চ অবস্থানে গেছে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের লেনদেন। দিনটিতে বাজারটির জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ারের মোট শেয়ার সংখ্যার পরিমাণ ৩৬ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৭০৯টি। এর মধ্যে কেপিসিএলের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৭০.৭৯ শতাংশ বা ২৫ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৪৪৫টি। এই পরিচালনা পর্ষদের হাতে থাকা শেয়ারের মধ্যে স্পন্সর পরিচালক ইউনাইটেড এন্টারপ্রাইজ এ্যান্ড কোম্পানি লিমিটেডের হাতে ছিল ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ার। অর্থাৎ পরিচালনা পর্ষদের মোট শেয়ারের অর্ধেকই ছিল ইউনাইটেড এন্টারপ্রাইজের। এখন এই বিপুল পরিমাণ শেয়ার শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কিনে নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার মূলধন মেশিনারিজ কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন ব্র্যান্ডের মূলধন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন মেশিনারিজ কিনবে। মেশিনটি হবে আফটার প্রিন্টেড ওয়াশিং মেশিন; যা নিট এবং ওভেন ফেব্রিক্সের জন্য সিলিন্ডার ড্রাইয়ার হিসেবে কাজ করবে। এই মেশিনটি চীনের তৈরি। নতুন মেশিনটি কিনতে ১১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×