ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ নভেম্বর ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমারের আরাকান প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর সে দেশের বৌদ্ধ মৌলবাদী, সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে বর্বর কায়দায় যে অত্যাচার, হত্যা, গুম, লুটপাট, জ্বালাও পোড়াওসহ সহিংস যে ঘটনা অব্যাহত রেখেছে তা ভয়াবহ। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় রোহিঙ্গা নিপীড়নের যেসব তথ্য প্রচার হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়ও। এ ব্যাপারে সর্বগ্রে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধের জন্য বিশ্ব বিবেককে সোচ্চার ভূমিকা নিতে হবে। মঙ্গলবার সংবাদপত্রে এক বিবৃতিতে চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিক আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়ন চলছে বছরের পর বছর। বৌদ্ধ ধর্মাবলম্বী জাতির দেশ মিয়ানমারে নরহত্যা কখনও কাম্য হতে পারে না। মহামতি বুদ্ধের অমর বাণী, জীব হত্যা মহাপাপ। ধর্মীয় দিক ছাড়াও মানবতার বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিত। বিবৃতিতে তিনি বলেন, এ ব্যাপারে সর্বাগ্রে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারের বর্তমান সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা নিধন বন্ধ করতে হবে। মহিউদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা নিজ দেশে পরবাসী হয়ে দশকের পর দশক অনগ্রসর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে। বর্তমানে সে দেশে রোহিঙ্গাদের সংখ্যা হ্রাস পেয়ে ৮ থেকে ১০ লাখে নেমে এসেছে বলে তথ্য রয়েছে। বাংলাদেশে বৈধ অবৈধভাবে বহু রোহিঙ্গা বসবাসরত। তিনি এ ব্যাপারে অবিলম্বে বিশ্বের শক্তিশালী দেশসমূহ, সাহায্য সংস্থা সর্বোপরি জাতিসংঘের মহাসচিবের কার্যকর উদ্যোগ কামনা করেছেন এর পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন।
×