ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪০, ২২ নভেম্বর ২০১৬

টুকরো খবর

চট্টগ্রামে ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লালদীঘি মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের চারজনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে মহানগর ছাত্রলীগ। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া সিনিয়র এই আওয়ামী লীগ নেতার বাসভবনে গিয়ে ক্ষমাও চেয়েছে অভিযুক্তরা। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু। তিনি জানান, ওমর গণি এমইএস কলেজের এই চার ছাত্রকে আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানো হবে। অভিযুক্তরা হলেন- ফরহাদ আলম, স্বর্ণেন্দু বিকাশ ধর, সাগর দাশ ও ফোরকান। সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি জানান, অভিযুক্তরা এমইএস কলেজের ডিগ্রী ও অনার্স কোর্সে ছাত্র। সংগঠনে তাদের প্রাথমিক সদস্য পদ থাকলেও পদবি নেই। কিন্তু পদে না থাকলেও এমন একটি ঘটনা আমরা এড়িয়ে যেতে চাই না বলেই কেন্দ্রের কাছে সুপারিশ করেছি তাদের বহিষ্কারের। ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২১ নবেম্বর ॥ হাজীগঞ্জ-কচুয়া সড়কের রেলক্রসিং এলাকায় সাগরিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা গেছে শিহাব (৩৫) ও কালু (৩০)। সোমবার দুপুর পৌনে ১টায় হাজীগঞ্জ বাজার থেকে ৬ যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোবাইক রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্য যাত্রীরা লাফিয়ে পড়ে বাঁচলেও শিহাব ও অটো চালক কালু বাঁচতে পারেনি। শিহাব হাজীগঞ্জ সদর উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে এবং ব্যবসায়ী। কালু একই গ্রামের লেদার ছেলে। অস্ত্রসহ দুই বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া পশুরখাল এলাকায় ৫টি অস্ত্র ও গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি একনলা বন্দুক, দুইটি শাটারগান ও ১৬ রাউন্ড গুলি। সোমবার ভোরে র‌্যাব-৮ এর সদস্যরা তাদের আটকের পর বেলা ১২টার দিকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। আটককৃত বনদস্যুরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের শামছুর মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মমিন মোড়লের ছেলেঅজিহার মোড়ল। সিরাজগঞ্জে ট্রেন চলাচল এখন স্বাভাবিক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সয়দাবাদে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগির লাইনচ্যুতের পর গভীর রাত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল গফুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম জানান, দায়িত্বে অবহেলা ও গাফলতির কারণে স্টেশন মাস্টার আব্দুল গফুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবিএম কামরুজ্জামান, ডিভিশনাল সিগন্যাল এ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা আলম ও বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক। এ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী গ্রেফতার বেলকুচি উপজেলায় স্ত্রীকে এ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। সোমবার সকালে সলঙ্গার সিআরবিসি এলাকায় র‌্যাব-১২ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রবিবার রাতে কালিহাতী থানার উতরাইল বটতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৫ নবেম্বর গভীর রাতে কলহের জের ধরে একই উপজেলার মেঘুল্লা সোলাকুড়া গ্রামের সোলায়মান শেখের মেয়ে সালমা খাতুনকে (২২) এ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় স্বামী সাইফুল। রাজশাহীতে ৪৩ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৩ জন, শাহমখদুম থানা পাঁচজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ছয়জন মাদক ব্যবসায়ী, ১৪ জন অন্যান্য মামলার আসামি এবং দুইজন জামায়াত-শিবিরের কর্মী। ফৌজদারি আদালত স্থানান্তর দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২১ নবেম্বর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ফৌজদারি আদালত স্থানান্তরের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, দৌলতপুর দেওয়ানী আদালতের পিপি এ্যাডভোকেট নুরুল ইসলাম ও দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদেরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ছাত্রাবাসের ভবন নির্মাণের দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সোমবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন হলের ছাত্ররা। বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাস থেকে ছাত্ররা একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিমের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের কর্মসূচী স্থগিত করেন। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ নবেম্বর ॥ সদরপুরে পানিতে পড়ে বায়েজিদ (৪) নামের এক শিশু মারা গেছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের লোকমান কাজী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। বায়েজিদ ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মাসুদ কাজীর একমাত্র সন্তান। বায়েজিদ সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পাবনায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ নবেম্বর ॥ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলবার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে। পুলিশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে এই অভিযান চালিয়ে অস্ত্র কারখানা আবিষ্কার করে। আটককৃত ব্যক্তি ওই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে রেজাউল করিম। দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জিহাদুল কবির এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার গাফুরাবাদ গ্রামের একটি বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছে- এমন তথ্যের ওপর ভিত্তি করে সোমবার দুপুর ১২টার দিকে সেখানে পুলিশ সদস্যরা ঘিরে রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করা অবস্থায় রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় প্রায় ৫০টি অর্ধনির্মিত রিভলবার, লেদ মেশিন, টুল বক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। চট্টগ্রামে অর্ধদিবস দোকান বন্ধ রাখার ডাক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দোকান প্রতি ভ্যাট ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার প্রতিবাদে আজ মঙ্গলবার চট্টগ্রামে অর্ধদিবস প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে মেট্রোপলিটন শপ ওনার্স এ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী চলবে। তবে কাঁচাবাজার ও ওষুধের দোকান ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশন নেতারা বলেন, দোকান প্রতি প্যাকেজ ভ্যাট ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে, যা নির্যাতনের শামিল। তারা বলেন, পাইকারি ও খুচরা ব্যবসায় বর্তমানে ধস নেমেছে। অনেকেই লোকসান দিয়ে দোকান পরিচালনা করছে। ১০০ শতাংশ ভ্যাট বৃদ্ধি ক্ষুদ্র ও স্বল্পপুঁজির ব্যবসায়ীদের পথে বসাবে বলে অভিমত রেখে নেতৃবৃন্দ তা প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আহমদ হোসাইন। পাঁচ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার বামরাইল বাজারে রবিবার মধ্যরাতে অগ্নিকা-ে পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে রাত সোয়া একটার দিকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মামুন সরদার ও আলী জাহান শরীফের লাইব্রেরি, মামুন হাওলাদারের ওষুধের ফার্মেসি, সুমন হাওলাদারের ইলেক্ট্রিক পণ্যের দোকান ও সিরাজুল ইসলামের রেস্টুরেন্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়। মধুপুরে রাবার বাগান শ্রমিকদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ নবেম্বর ॥ টাঙ্গাইলের মধুপুর পীরগাছা রাবার বাগান টেপিং শ্রমিকদের পিস মিল বাতিল করে শ্রম আইন বাস্তবায়ন ও দৈনিক অথবা মাসিক নির্ধারিত মজুরি নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পীরগাছা রাবার বাগান শ্রমিক ইউনিয়ন। সোমবার দুপুরে মধুপুর উপজেলার পীরগাছা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর আলী আকবরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ পীরগাছা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। মংলায় শ্রমিক নেতার বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, মংলা, ২১ নবেম্বর ॥ মংলার পশ্চিম শেলাবুনিয়া এলাকার বাসিন্দা ও মংলাবন্দর কর্তৃপক্ষের এক সিবিএ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। সোমবার রাতে ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত। সবাইকে জিম্মি করে নগদ প্রায় অর্ধ লাখ টাকা, ৪ ভরি সোনার গহনাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। গ্রেফতার দুই অপরদিকে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুখলেছুর রহমান জুয়েলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুখলেছুর রহমান জুয়েল এবং সুলতানপুর গ্রামের আক্কাস মিয়াকে গ্রেফতার করেছে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
×