ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৃতের সংখ্যা বেড়ে ১৪২

ভারতে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে

প্রকাশিত: ০৪:২০, ২২ নভেম্বর ২০১৬

ভারতে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে

ভারতের কানপুরে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযান গড়িয়েছে দ্বিতীয়দিনে, নিহতের সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসির। হতাহত ও বেঁচে যাওয়া যাত্রীদের খোঁজে রবিবার রাতভর বগিগুলোর মধ্যে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। অনেক বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় এ কাজে তাদের মেটাল কাটার, টর্চ ও ক্রেনসহ নানা যন্ত্রপাতি ব্যবহার করতে হচ্ছে। শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে তালগোল পাকিয়ে যায়। হিন্দুর খবরে বলা হয়, সোমবার দুপুর পর্যন্ত ১৪২ জনের লাশ পাওয়া গেছে, আহত হয়েছেন দুই শতাধিক যাত্রী। উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক জাবেদ আহমেদ জানান, নিহতদের মধ্যে ৮০ জনকে শনাক্ত করা গেছে, যাদের মধ্যে অন্তত ১৩ জন নারী ও শিশু। এ দুর্ঘটনা যখন ঘটে অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে। ইঞ্জিনের পেছনে থাকা দুটি সিøপার কোচ পরস্পরের সঙ্গে প্রচ- ধাক্কায় লোহার পিণ্ডের আকার নেয়। পরের দুটি কোট ছিটকে যায় দূরে ক্ষেতের মধ্যে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরেকটি এসি কোচ। এনডিটিভি জানিয়েছে, ইঞ্জিনের পেছনে থাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি বগির মধ্যে একটি প্রায় চ্যাপ্টা হয়ে আরেকটির নিচে আটকে গেছে। ফলে ভেতরে ঢুকে এখনও তল্লাশি চালাতে পারেননি উদ্ধারকর্মীরা। ভেতরে ঢোকা সম্ভব হলে লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তর প্রদেশ পুলিশের পরিচালক দলজিৎ চৌধুরী। ২৪ ঘণ্টার বেশি সময় উদ্ধারকাজ চলার পর সোমবার সকালে ভারতের রেল মন্ত্রণালয় আহত যাত্রীদের নাম প্রকাশ করেছে। তাদের মধ্যে ৫৮ জনের অবস্থা ‘গুরুতর’। সিরিয়া-ইউক্রেন নিয়ে কথা বললেন ওবামা এবং পুতিন পেরুতে এপেক সম্মেলনের অবকাশে রবিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার রুশ প্রতিপক্ষ ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দুনেতার মধ্যে বৈঠকে ইউক্রেন ও সিরিয়াসহ বিভিন্ন বিষয় স্থান পায়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তাদের মধ্যে প্রথম সাক্ষাত। পেরুর রাজধানী লিমায় এশিয়া প্যাসিফিকের ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের শুরুতে ওই দুই নেতাকে কথা বলতে দেখা যায়। করমর্দনের আগে তারা সহযোগীদের সঙ্গে উঠে দাঁড়ান এবং গোলটেবিলে তাদের আসনে বসে পড়েন। হোয়াইট হাউস জানায়, চার মিনিট তারা কথা বলেন। তারা কি কথা বলেছে যদিও সেখানে উপস্থিতি সাংবাদিকরা শুনতে পারেননি। হোয়াইট হাউস বলেছে, মিনস্ক চুক্তির আওতায় ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে তার দেশের অঙ্গীকার সমুন্নত রাখতে ওবামা পুতিনকে আশ্বস্ত করেন। সিরিয়ায় মানুষের কষ্ট লাঘব করতে অন্য দেশগুলোর সঙ্গে উদ্যোগে কাজ চালিয়ে যেতে ওবামা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও জন কেরিকে আহ্বান জানিয়েছেন। নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সমঝোতার বিষয়ে যখন ব্যাপক জল্পনা চলছিল তখন তাদের মধ্যে স্বল্পকালীন ভাব-বিনিময় হয়। ওবামার সময়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী আচরণের জন্য যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করে রাশিয়া।
×