ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৫৭, ২১ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৭৩ কোটি৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ৪৫ লাখ টাকা কম লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৬২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি শেয়ারের দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এবি ব্যাংক, কাসেম ড্রাইসেল, ন্যাশনাল টি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মিথুন নিটিং, ড্রাগন সোয়েটার, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন ও বেক্সিমকো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : হাক্কানী পাল্প, এমারেল্ড ওয়েল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, এবি ব্যাংক, নদার্ন জুটস, ফার কেমিক্যাল, এসআলম স্ক্রিস্টাল, মিথুন নিটিং ও ন্যাশনাল টি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দেশ গার্মেন্টস, ন্যাশনাল পলিমার, আমান ফিড, সায়হাম কটন, বিডিকম, বারাকা পাওয়ার, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স, ডরিন পাওয়ার, আজিজ পাইপস ও কে এ্যান্ড কিউ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, লাফার্জ সুরমা, ড্রাগন সোয়েটার, ফরচুন, এবি ব্যাংক, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, ইয়াকিন পলিমার ও কেডিএস এক্সেসরিজ।
×