ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পর্যটক আকর্ষণে তরুণ যুগলের মোটরসাইকেলে সারাদেশ ভ্রমণ

প্রকাশিত: ০৫:৩৮, ২১ নভেম্বর ২০১৬

পর্যটক আকর্ষণে তরুণ যুগলের মোটরসাইকেলে সারাদেশ ভ্রমণ

সমুদ্র হক ॥ দেশের ভেতরেই আছে পর্যটনের অফুরন্ত ভা-ার। সেসব চোখ মেলে দেখতে প্রজন্মকে পর্যটনমুখী করে তোলার লক্ষ্যে প্রথম এক তরুণ যুগল মাঠে নেমেছে। তারা মোটরসাইকেল যোগে সারাদেশ সফর করে পর্যটন ও প্রতœতাত্ত্বিক স্পট সম্পর্কে ধারণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বর্ণনা করছেন। প্রজন্মকে আগে নিজের দেশকে ভালভাবে দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। তারা এ বছরকে পর্যটন বর্ষ ঘোষণা ও প্রধানমন্ত্রীর ভিজিট বাংলাদেশ-২০১৬ ঘোষনায় উদ্বুদ্ধ হয়ে ‘ট্যুরিজম ফর অল’ স্লোগান প্রচার করছেন। তাদের এই কাজে সহযোগিতা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এই তরুণ যুগলের নাম চৌধুরানী দীপালি আহমেদ ও আলমগীর আহমেদ চৌধুরী। দীপালির বাড়ি যথাক্রমে চাঁদপুর ও আলমগীরের লালমনিরহাট। শিক্ষা জীবন শেষে বর্তমানে ঢাকায় থেকে ব্যবসা করেন। প্রণয় থেকে পরিণয়ে দীর্ঘ ১৪ বছরে দাম্পত্য জীবনে প্রতি বছর তারা মোটরসাইকেল যোগে ভ্রমণে বের হন। এভাবে দেশ ভ্রমণ করে পর্যটন কর্মসূচী প্রচার করবেন এমন আশা ব্যক্ত করে সরকারের ট্যুরিজম বোর্ডকে জানালে পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন তা গ্রহণ করে তাদের ভ্রমণে বের হওয়ার অনুমতি দেন। দেশ ভ্রমণের একটি রুট ম্যাপ করে সরকারের কাছে জমা দেন। তরুণ যুগলের এমন আহ্বান দেশে এই প্রথম। অনুমতি পেয়ে ৩০ অক্টোবর মুন্সীগঞ্জ থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে রবিবার সকালে তারা বগুড়া আসেন। বাকি জেলাগুলো ভ্রমণ শেষে তারা ১৯ জানুয়ারি ’১৭ ঢাকায় ফিরে প্রধানমন্ত্রীর কাছে ভ্রমণের বৃত্তান্ত জানানোর আশা প্রকাশ করেছেন। তারুণ্যের উদ্দীপনার এই যুগল প্রতিটি জেলায় গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাত করে পর্যটন স্পটগুলোতে যাচ্ছেন। তারপর তারা সেই জেলার পর্যটন আকর্ষণের স্পট, কুটির শিল্প, ঐতিহ্যের খাবারসহ নানা কিছুর ভিডিও ও স্থির চিত্র তুলে সামজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক টুইটার ইউটিউব ইত্যাদি) ছড়িয়ে দেন। সেই জেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে পর্যটনে উদ্বুদ্ধ করেন। বর্তমান প্রজন্ম যেন দেশের ঐতিহ্যের দিকগুলো জেনে নিজে, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদেরও পর্যটন আকর্ষণে উদ্বুদ্ধ করে এই ব্রত নিয়েই তারা মাঠে নেমেছেন। বগুড়ায় এসে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিমের সঙ্গে সাক্ষাত করে পর্যটন স্পটগুলোতে যান। তারপর সরকারী আজিজুল হক কলেজে গিয়ে শিক্ষার্থীদের কাছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
×