ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ১ লাখ কোটি টাকা ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ নভেম্বর ২০১৬

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ১ লাখ কোটি টাকা ॥ মোজাম্মেল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের কাছে পাকিস্তানের কোন পাওনা নেই, বরং বাংলাদেশেরই পাকিস্তানের কাছে এক লাখ কোটি টাকা পাওনা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈরে ছাত্রলীগের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানের কাছে সেই আমলে বাংলাদেশের প্রায় ৩৬ হাজার কোটি টাকা পাওনা ছিল; যা আজকে কমপক্ষে ১ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। মন্ত্রী পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার বিষয় ব্যাখ্যা করে বলেন, সে সময় বাংলাদেশের যত মানুষ ছিল তখন পূর্ব পাকিস্তানে তারা ব্যাংকে এ্যাকাউন্ট করেছিল সেই ব্যাংকের পুরো টাকাই তারা আত্মসাত করে। ১৯৭০ সালে ১০ লাখ লোক মারা গিয়েছিল এবং সেই ক্ষতিগ্রস্ত লোকের জন্য বিদেশীরা ২০০ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল। কিন্তু তার একটি টাকাও আমাদের দেয়নি। আজও আমরা সেই টাকা পাওনাদার। এমনকি পাকিস্তানের অনেক অংশ আমাদের কাছ থেকে জোরপূর্বক নিয়েছে। পাকিস্তানের যত দূতাবাস ছিল তার অর্ধেকটা আমরা পাওনা। এছাড়াও পাকিস্তানের ঐতিহাসিক স্থাপনা যা ছিল তার কমপক্ষে অর্ধেকটা আমাদের টাকায়। সেই হিসেবে তখনকার আমলে ১২ হাজার কোটি টাকা ছিল। আর আজকে তাদের কাছে আমাদের পাওনা ১ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।
×