ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে হুমকি ॥ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ

প্রকাশিত: ০৬:২৫, ১৮ নভেম্বর ২০১৬

ট্রাম্পকে হুমকি ॥ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদত্যাগ করেছেন। ফেসবুক পাতায় দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হুমকিমূলক মন্তব্য পোস্ট করার কারণে প্যাকেটসেøডের প্রতিষ্ঠাতা ম্যাট হ্যারিগানকে মঙ্গলবার সরে দাঁড়াতে হলো। হুমকিমূলক মন্তব্য পোস্ট করার পর তা নিয়ে সমালোচনা এবং তদন্তের দাবি ওঠে। খবর এএফপির। প্যাকেটসেøড প্রতিষ্ঠানটি জানায়, গত ৮ নবেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাতে অনলাইনে মন্তব্য করার কথা স্বীকার করার পর তারা হ্যারিগানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ওই প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, ‘এসব মন্তব্যের বিষয় আমাদের অবহিত করা হয়েছে। বিষয়টি আমরা দ্রুত সিক্রেট সার্ভিসকে জানিয়েছি এবং এ বিষয়ে যে কোন ধরনের তদন্তকাজে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব।’ হ্যারিগান ফেসবুক পাতায় লেখেন, ‘তিনি একটি স্নাইপার রাইফেল কিনবেন এবং হোয়াইট হাউসে ট্রাম্প যে স্যুটেই থাকেন না কেন, তাকে খুঁজে বের করবেন।’ পরে অবশ্য টুইটার বার্তায় তিনি তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, কেবলমাত্র রসিকতা করেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন। এক্ষেত্রে ট্রাম্পের ক্ষতি করার কোন ইচ্ছা তার নেই।
×