ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ

প্রকাশিত: ০৬:২৩, ১৮ নভেম্বর ২০১৬

সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ

ঝঊঅ-গঊ-ডঊ-৪ সাবমেরিন কেবলের পূর্ব দিকের অংশে অর্থাৎ সিঙ্গাপুরের দিকে সাবমেরিন কেবলের একটি জবঢ়বধঃবৎ প্রতিস্থাপনের কাজ কনসোর্টিয়াম কর্তৃক হাতে নেয়া হয়েছে। এ কাজের জন্য পাওয়া ঝপযবফঁষব অনুযায়ী ১৭ থেকে ২৩ নবেম্বর পর্যন্ত ৭ দিন শুধু পূর্ব প্রান্তে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টারমিনেটেড সাবমেরিন কেবলের সার্কিটগুলো ব্যাহত হবে, তবে পশ্চিম প্রান্তের ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার সব ঠড়রপব ও ওহঃবৎহবঃ সার্কিট চালু থাকবে। বাংলাদেশ-থাইল্যান্ড সেকশনে রিপিটার প্রতিস্থাপনের জন্য আলোচ্য ওহঃবৎৎঁঢ়ঃরড়হ হচ্ছে এবং ইধহফরিফঃয এর শূন্যতা পূরণের জন্য বিএসসিসিএল বিকল্প পথে সার্কিট চালু এবং পশ্চিম প্রান্ত হতে অতিরিক্ত ইন্টারনেট ব্যান্ডউইডথ সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও এই মর্মে সকল ওএড, ওওএ এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প পথে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×