ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মংলা বন্দরের প্রবেশ মুখে লবণ বোঝাই বিদেশী জাহাজ আটক

প্রকাশিত: ০৮:৪১, ১৭ নভেম্বর ২০১৬

মংলা বন্দরের প্রবেশ মুখে লবণ বোঝাই  বিদেশী জাহাজ  আটক

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৬ নবেম্বর ॥ মংলা বন্দরের প্রবেশমুখে ফেয়ারওয়ে বয়া এলাকায় লবণ বোঝাই বাণিজ্যিক জাহাজ ডুবো চরে আটকা পড়েছে। বিদেশী এ জাহাজটিতে ১৮ হাজার ৭শ’ মেট্রিক টন লবণ রয়েছে। বুধবার সকাল ৬টায় হিরন পয়েন্টের অদূরে ডুবো চরে আটকে থাকা জাহাজটি উদ্ধারে এখনও কোন তৎপরতা শুরু করা সম্ভব হয়নি। এ খবরের সত্যতা নিশ্চিত করেছে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। এ প্রসঙ্গে ও জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্সের খুলনাস্থ ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি তানভিন’ নামের এ জাহাজটি ভারতের কানলা বন্দর থেকে লবণ বোঝাই করে মংলা বন্দরের প্রবেশমুখে বুধবার ভোররাতে ফেয়ারওয়ের ১৩/১৪ নম্বর বয়া এলাকার মধ্যবর্তী স্থানের ডুবো চরে আটকে যায়। তিনি আরও বলেন, জাহাজের মাস্টার ভুলবশত মূল চ্যানেলের দিক হারিয়ে পড়লে বাণিজ্যিক এ জাহাজটি ডুবো চরে উঠে যায়। এদিন দুপুরে জোয়ারে ডুবো চর থেকে জাহাজটি নামানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ অবস্থায় রাতের জোয়ারে আরেক দফায় জাহাজটি ডুবো চর থেকে সরানোর চেষ্টা করা হবে। আর এ চেষ্টা ব্যর্থ হলে বৃহস্পতিবার লাইটারের মাধ্যমে লবণ খালাস শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিদেশী এ জাহাজটিতে মাস্টারসহ ২২ জন বিদেশী নাবিক রয়েছে বলে জানা গেছে। সন্ধ্যায় বন্দরের হারবার বিভাগ সূত্র জানায়, ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবো চরে আটকে থাকা বিদেশী জাহাজটি নিরাপদে রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষের হারবার কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অপারেটর মোঃ সৈয়দ জানান, বন্দেরের চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে।
×