ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গুলশানের ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩ গৃহকর্মীর ১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৬

গুলশানের ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩ গৃহকর্মীর ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে বহুতল আবাসিক ভবনের একটি ফ্ল্যাটের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে তিন গৃহকর্মী মারাত্মক দগ্ধ হয়েছে। এদের মধ্যে শরিফা আক্তার (১৮) চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে। দগ্ধ পারভিন (৩৮) ও বেদানা আক্তার (২০) ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে শরীফা মারা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। আর পারভিনের ২০ শতাংশ পুড়েছে। তিনি জানান, তিনজনের মধ্যে শরীফা রাতে মারা গেছে। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে গুলশান ২-এ ৭৩ নম্বর রোডের নাভানা টাওয়ারের ১৩ তলা ভবনের ২য় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গৃহপরিচারিকা শরিফা পারভিন, বেদানা আক্তার মারাত্মক দগ্ধ হয়। ওই ভবনের কেয়ার টেকার রুবেল মিয়া জানান, মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গুলশান থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, ওই বাসায় কোন গ্যাস সিলিন্ডার নেই। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসের পাইপ ছিদ্র থেকে আগুন লাগতে পারে। তা খতিয়ে দেখা হচ্ছে। কাজলা ফিলিং স্টেশন ও গুলশান বহুতল ভবনে আগুন ॥ শনির আখড়ার কাজলায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন দ্রুত নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে ফিলিং স্টেশনটি। দুপুরে গুলশানে একটি নির্মাণাধীন ভবনের ছাদে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।
×