ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১২, ১৪ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। একইভাবে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও বেশিরভাগ কোম্পানির দরপতন ঘটেছে। এ দিনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ ও লভ্যাংশ ঘোষণার প্রভাব পড়েছে বেশি। বিশেষ করে আর্থিক প্রতিবেদনে নেতিবাচক ফলের প্রভাব পড়েছে বেশি। এছাড়া বঙ্গজ, তাল্লু স্পিনিংয়ের মতো কোম্পানির কোন লভ্যাংশ ঘোষণা না করার সিদ্ধান্ত বাজারে বেশি প্রভাব ফেলেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮১ কোটি ৩২ টাকা কম লেনদেন। বৃহস্পতিবারে ডিএসইতে ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, নাভানা সিএনজি, কাসেম ড্রাইসেল, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন হাউজিং ও বিডি থাই। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, নাভানা সিএনজি, বিডি থাই, দেশ গার্মেন্টস, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, ইস্টার্ন হাউজিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ ও ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বঙ্গজ, ইস্টার্ন লুব্রিক্যান্টস, তাল্লু স্পিনিং, শমরিতা হসপিটাল, প্রিমিয়ার সিমেন্ট, এমারেল্ড ওয়েল, সাভার রিফ্যাক্টরিজ, ন্যাশনাল পলিমার, কনফিডেন্ট সিমেন্ট ও বিএসআরএম লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
×