ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:০৫, ১৩ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৩৪ দশমিক ৯৫ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৯৪৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ১৮৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সেই হিসেবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৭৬৩ কোটি ৩০ লাখ টাকা বা ৩৪.৯৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ দশমিক ২৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে দশমিক ৯৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ৬৮ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ০৯ শতাংশ বা ৪ দশমিক ২৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ০২ শতাংশ বা দশমিক ৩৯ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪০ শতাংশ বা ৪ দশমিক ৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির। আর দর কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্ট সিমেন্ট, ডরিন পাওয়ার জেনারেশন, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, এপেক্স ফুটওয়ার, মবিল যমুনা বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কাসেম ড্রাইসেল, ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শাশা ডেনিমস, কোহিনূর কেমিক্যাল, কনফিডেন্ট সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, ডরিন পাওয়ার, এপেক্স ফুডস, নাভানা সিএনজি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সোনালি আঁশ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রহিম টেক্সটাইল, একটিভ ফাইন, এএফসি এ্যাগ্রো, তাল্লু স্পিনিং, আর্গন ডেনিমস, আইটিসি, অলটেক্স, এইচ আর টেক্সটাইল ও মিথুন নিটিং। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ২৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির। আর দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×