ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মিথ্যা মামলা করে আত্মগোপন ॥ দুই বছর পর উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ নভেম্বর ২০১৬

মিথ্যা মামলা করে আত্মগোপন ॥ দুই  বছর পর উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অপহরণের মিথ্যা মামলা দায়ের করে দুই বছর আত্মগোপনে থাকা কথিত ভিকটিম শম্পা খাতুনকে (৩২) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভার থেকে উদ্ধার করে শনিবার দুপুরে তাকে সাতক্ষীরা সিআইডি অফিসে আনা হয়। শম্পা খাতুনের বাড়ি সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামে। সিআইডি পরিদর্শক এনামুল হক জানান, এক কাঠা জমি দেড় লাখ টাকায় বিক্রি করে কৌশলে তা ফেরত নিতে বিক্রেতা বিধবা শম্পা খাতুন প্রেমিক রিপন মোল্যা ও স্থানীয় ইউপি সদস্য আলি হোসেনের পরামর্শে সে আত্মগোপন করে। পরবর্তীতে ২০১৪ সালের ২২ ডিসেম্বর শম্পার বাবা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের আকবার আলী বাদী হয়ে জমি ক্রেতা মৃগীডাঙ্গা গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আজাদ হোসেন, আজাদ হোসেনের বৃদ্ধ বাবা গোলাম সরোয়ার, আজাদের স্ত্রী শাকিলা খাতুন ও প্রতিবেশী আনসার বেপারির নামে আদালতে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি বেকর্ড করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। আদালতে বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে মামলাটি সিআইডির ওপর ন্যস্ত হয়।
×