ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যৌথ কমিশনের সিদ্ধান্ত

শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে

প্রকাশিত: ০৮:১১, ১১ নভেম্বর ২০১৬

শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে একমত হয়েছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ অর্থনৈতিক কমিশনের (জেএসি) পঞ্চম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এফটিএ স্বাক্ষরের পর দু’দেশের মধ্যে বাণিজ্যে নতুন যুগের সূচনা হবে বলে মনে করেন শ্রীলঙ্কা সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এফটিএ স্বাক্ষরের ফলে ব্যবসায়িক সকল বাধা দূর হবে। এখন বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট, কাগজসহ বিভিন্ন পণ্য কম খরচে শ্রীলঙ্কায় রফতানি হতে পারবে। শ্রীলঙ্কা সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের পক্ষে এবং শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন সভার সিদ্ধান্তের কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
×