ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০২০ সালে কি মিশেল ওবামা?

প্রকাশিত: ০৬:১৮, ১১ নভেম্বর ২০১৬

২০২০ সালে কি মিশেল ওবামা?

কেউ কি এই ভেবে আনন্দিত হবেন যে মার্কিন নির্বাচন শেষ হয়ে গেল শেষ পর্যন্ত? এ রকম মনে করার কারণ নেই। পরবর্তীতে কাছেই আছেন আরও একজন। ডোনাল্ড ট্রাম্পের বিজয় স্পষ্ট হয়ে ওঠার পর কয়েক ঘণ্টার মধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর নাম আসতে থাকে অনলাইন পোস্টে। লাখ লাখ লোক সামাজিক মিডিয়ায় অনুরোধ জানিয়েছে ২০২০ সালের নির্বাচনে বর্তমান ফার্স্ট লেডিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। একটি মন্তব্যে লেখা হয়েছে- ২০২০ সালের নির্বাচনে জেতার জন্য যথার্থ অবস্থানে রয়েছেন মিশেল ওবামা। -বিবিসি নোট বাতিল ॥ বিপাকে বাংলাদেশী রোগীরা ৫০০ ও ১০০০ রুপীর নোট বাতিলের ভারতের আকস্মিক সিদ্ধান্তের কারণে সেখানে চিকিৎসা নিতে যাওয়া শত শত বাংলাদেশী মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছেন। মঙ্গলবার জাতিকে হতবাক করে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুপীর বড় এ দুটি নোট বাতিল করে অবিলম্বে তা কার্যকর করার ঘোষণা দেন। অনেকেই এটাকে ভারতের ‘সমান্তরাল অর্থনীতির’ বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হিসেবে বর্ণনা করলেও এ সিদ্ধান্ত সাধারণ ভারতীয়দের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মোদিবিরোধীরা সমালোচনা করছেন। এ সিদ্ধান্তের ফলে ভারতীয়দের পাশাপাশি এখানে চিকিৎসার জন্য আসা বাংলাদেশীরা বিপদে পড়েছেন। এর মধ্যে ক্যান্সারসহ জটিল সমস্যার অনেক রোগীও রয়েছেন। এসব রোগীর আত্মীয়রা বলছেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ বহনের সুবিধার্থে তারা বাংলাদেশী টাকা বা ডলার বদলে ৫০০ ও ১০০০ রুপীর ভারতীয় উচ্চমূল্যের এসব নোট নিয়েছেন। ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও ফার্মেসিসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানকে পুরনো ওই দুই নোট গ্রহণ করতে বলা হয়েছে। খবর ওয়েবসাইটের।
×