ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে হজ নিয়ে কোন অঘটন ঘটতে দেয়া হবে না ॥ ধর্মমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৩, ১০ নভেম্বর ২০১৬

ভবিষ্যতে হজ নিয়ে কোন অঘটন ঘটতে দেয়া হবে না ॥ ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সদ্যসমাপ্ত হজে কোন হাজী যদি হয়রানির বা প্রতারণার শিকার হয়ে থাকেন সেটা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের হজ আরও সুষ্ঠু ও সুন্দর করার ব্যবস্থা নেয়া হবে। আগামীতে হজ নিয়ে কোন অঘটন ঘটতে দেয়া হবে না। এজন্য আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এমনই তথ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে বেইলী রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত হজ-২০১৬ সার্বিক মূল্যায়ন, ২০১৭ হজ ব্যবস্থাপনা সাফল্যের লক্ষ্যে আলোচনা, সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী। হাবের সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম বাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি, ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল, হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক ও হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকির আহমেদ, যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, সৌদি দূতাবাসের ইসলামিক ও অর্থনৈতিক এ্যাফেয়ার্সের এ্যাটাশে ড. মাহদি দাফের আল-মুজিবাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (মার্কেটিং এ্যান্ড সেলস) সৈয়দ আহসান হোসাইন কাজী, পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, হাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি গোলাম ফারুক। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ২০১৬ সালের হজ সুষ্ঠু ও সুন্দর হওয়ায় সৌদি বাদশাহ সালমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী হজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুদকের মামলা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রীমকোর্টের স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা (দুই মাস) ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রীমকোর্ট প্রশাসন। দুর্নীতি মামলার বিচার বিলম্বিত হওয়ায় দুদক সুপ্রীমকোর্ট প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে সুপ্রীমকোর্ট প্রশাসন এই নির্দেশ জারি করেন বলে জানা গেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার আদেশক্রমে রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সার্কুলারটি বুধবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে দেয়া হয়েছে। সুপ্রীমকোর্ট প্রশাসন থেকে জারি করা সার্কুলারে বলা হয়, দুদক আইনে দায়ের হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ আদালত গঠন করা হয়েছে। এসব আদালতে দুর্নীতি সংক্রান্ত মামলা আমলে নেয়ার তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য ‘দ্য ক্রিমিনাল ল এমেন্ডমেন্ট এ্যাক্ট-১৯৫৮’ এ সুনির্দিষ্ট বিধান রয়েছে। কিন্তু সেই বিধান না মানায় দীর্ঘদিনেও মামলার বিচার শেষ হচ্ছে না। এর নিরসন চেয়ে সুপ্রীমকোর্টে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। এর পরিপ্রেক্ষিতে জারি করা সার্কুলারে সংশ্লিষ্ট আদালতকে অগ্রাধিকার ভিত্তিতে ও আইনে নির্ধারিত সময়ের মধ্যে দুর্নীতির মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।
×