ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার মান বাড়াতে পৃথক বোর্ড গঠনের প্রস্তাব সংসদীয় কমিটির

প্রকাশিত: ০৫:৪৩, ৯ নভেম্বর ২০১৬

শিক্ষার মান বাড়াতে পৃথক বোর্ড গঠনের প্রস্তাব সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষার মান বাড়াতে পৃথক বোর্ড গঠনের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। প্রাথমিক শিক্ষা বোর্ড ছাড়া সুপারিশ করেছে প্রাথমিকের জন্য নিজস্ব ছাপাখানা করারও। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন। এর আগে সকালে সংসদ ভবনে কমিটির ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মোঃ আবুল কালাম ও আলী আজম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে পৃথক একটি কারিকুলামও করার চিন্তাভাবনা রয়েছে। দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাজের বিবরণ তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, এই কমিটি এর আগে ৩০টি বৈঠক করেছে। আজ ৩১তম বৈঠক অনুষ্ঠিত হলো। গত ৩০তম বৈঠক পর্যন্ত ১০৫টি সুপারিশ করা হয়। এরমধ্যে মাত্র ২৭টি কার্যকর হয়েছে, ৪টি প্রক্রিয়াধীন। বাকি ৭৪টি সুপারিশ বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ের গাফিলতির কথা টেনে বলেন, মন্ত্রণালয় যদি গতিশীল থাকত তাহলে আরও কাজ এগিয়ে নেয়া যেত। এজন্য মন্ত্রণালয়ের কাজের গতি চান তিনি।
×