ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪০, ৮ নভেম্বর ২০১৬

টুকরো খবর

বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ নবেম্বর ॥ সমাবার ভোর রাতে মাগুরায় সড়ক ডাকাতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শওকত ম-ল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোমরপুর গ্রামের মৃত বয়েন উদ্দিন ম-লের পুত্র । পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি রামদা ও গাছ কাটার করাত উদ্ধার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। জানা গেছে, একদল ডাকাত মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর নামকস্থানে রাত ৩টার দিকে গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার শওকত ম-ল নিহত হয়। চবি আইন বিভাগের কর্মশালা সম্পন্ন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিচালিত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ) সিপি ৩১৫৬ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ওয়ার্কশপ সোমবার শেষ হয়েছে। আইন অনুষদের অডিটরিয়ামে ‘রুল অব ল ট্রানজিশনাল জাস্টিস’ শীর্ষক এ ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি আইন অনুষদের ডিন হেকেপ সিপি ৩১৫৬ এর সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে আইন বিভাগের সহকারী অধ্যাপক এম জসিম আলী চৌধুরীর পরিচালনায় এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জেমস ফ্রাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর এবিএম আবু নোমান ও সহযোগী অধ্যাপক রকিবা নবী। গরম পানিতে দগ্ধ ৩ যাত্রী নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৭ নবেম্বর ॥ ভটভটি ইঞ্জিনের গরম পানি পড়ে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পানুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ বুলবুল ও রমজান মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার সকালে পাশের উপজেলা বারহাট্টা থেকে একটি যাত্রীবাহী ভটভটি মোহনগঞ্জে আসার পথে পানুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ভটভটির ইঞ্জিনের গরম পানি যাত্রীদের শরীরে পড়লে তিন যাত্রী দগ্ধ হয়। গরম পানিতে দগ্ধ যাত্রীরা হলেনÑ বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের ওয়ারেছ মিয়া, বিরামপুর গ্রামের বুলবুল ও রমজান মিয়া। ৩৭ লাখ টাকার মাল চুরি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে দুটি ব্যাটারির দোকানে ৩৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের সামনে ইব্রাহীম মটরস ও নিউ আলিম ব্যাটারির দোকানে এই চুরি হয়। এ ঘটনায় দুই দোকানের মালিক নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন। ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালীতে ক্রিকেট ব্যাটের আঘাতে সাইফুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন আবস্থায় সে মারা যায়। তার চাচাত ভাই আরিফুল হাসান জানান, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের আনসার উল্লাহ কমান্ডার বাড়ির বাসিন্দা শাহ আলমের বড় ছেলে মোঃ সাইফুল ইসলাম ৪ নবেম্বর বিকেলে বাড়ির উঠানে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। এ সময় তার মাথায় ব্যাটের আঘাত লাগে। ঘরে আসার পর সে অজ্ঞান হয়ে পড়লে তাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মাথায় অস্ত্রোপচার করার পরও তার জ্ঞান ফিরে আসেনি। গত রবিবার রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলাম শাকপুরা আর্দশ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পিবিআইর ডিআইজি নারায়ণগঞ্জে নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ নবেম্বর ॥ শহরের পাইকপাড়ায় জঙ্গীবিরোধী অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড কানাডা প্রবাসী তামিম চৌধুরীসহ তিন জঙ্গীর নিহত হওয়ার ঘটনাটি এখন তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার দুপুরে পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার বাড়িটি পরিদর্শন শেষে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই’র এডিশনাল ডিআইজি সাইদুর রহমান ও তিন এসপি মর্যাদার কর্মকর্তাসহ পুলিশের কর্মকর্তারা। পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, এ মামলাটি আগে সদর মডেল থানা পুলিশ তদন্ত করত। পুলিশ হেড কোয়ার্টারের আইজিপির নির্দেশে দুদিন আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। ককটেল উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর কাটাখালী এলাকা থেকে সোমবার দুপুরে অবিস্ফোরিত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় বলেন, কাটাখালী এলাকায় রাস্তার পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। দূর থেকে পুলিশ চেকপোস্ট দেখে সন্ত্রাসীরা হয়ত ককটেলগুলো রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। ১৩ মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ নবেম্বর ॥ নাইন এমএম পিস্তল ও গুলিসহ আব্দুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে ১০টি হত্যা, ২টি ডাকাতি, ১টি চাঁদাবাজি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। সে দোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বর। হরিণের চামড়াসহ আটক ১ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৭ নবেম্বর ॥ পাথরঘাটার বাদুরতলা এলাকা থেকে হরিণের চামড়াসহ বাবুল মোল্লাকে আটক করেছে র‌্যাব। আটক বাবুল মোল্লা পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের আঃ জব্বার মোল্লার ছেলে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ গ্রাম থেকে ৫টি হরিণের চামড়াসহ তাকে আটক করা হয়। কারাগারে আসামির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ নবেম্বর ॥ সোমবার দুপুরে জেলা কারাগারে ফারুক মিয়া (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন তাজপুর গ্রামে। জেল সুপার গিয়াস উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টার দিকে গোসল করতে গেলে ফারুক জ্ঞান হারিয়ে মাটিতে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ফারুককে মৃত ঘোষণা করেন। জামায়াত নেতাসহ ৪ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ নবেম্বর ॥ সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে ও সোমবার দুপুরে নাশকতা মামলায় জামায়াত নেতাসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ও উপজেলার মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ও বারদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম মিয়া, ছিনতাই মামলার আসামি ইমন মিয়া ও মাদক মামলার আসামি শাকিল হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে।
×