ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে শিশু ধর্ষণ

অসুস্থতার জন্য পূজার জবানবন্দী নিতে পারেনি পুলিশ

প্রকাশিত: ০৬:০৩, ৬ নভেম্বর ২০১৬

অসুস্থতার জন্য পূজার জবানবন্দী নিতে পারেনি পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপূর ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু পূজার জবানবন্দী রেকর্ড করতে মামলার তদন্ত অফিসার পার্বতীপুর মডেল থানার এস আই স্বপনকুমার চৌধুরীসহ পুলিশ টিম শুক্রবার রাতে হাসপাতালে যায়। তবে অসুস্থতা ও কথাবার্তা বলতে না পারায় পূজার বক্তব্য পুলিশ রেকর্ড করতে পারেনি। ৩ নবেম্বর ৭ দিনের রিমান্ড শেষে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে ৪ সদস্যের টিম তদন্তের স্বার্থে ভিকটিমের বক্তব্য রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিল । চিকিৎসাধীন পূজার সঙ্গে ঢাকা মেডিক্যালে থাকা তার পিতা সুবল দাস জানান পূজা এখন আগের চেয়ে ভাল। পরিবারের লোকজনদের দিকে তাকিয়ে থাকছে, মৃদুস্বরে দু একটি কথাও বলছে ,তবে তা অস্পষ্ট। জানালেন চিকিৎসায় কোন ত্রুটি নেই। ঢাকা মেডিক্যালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল্লা হক জানান, শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে । তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) দায়িত্বরত জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি এ্যাডভোকেট নাদিরা বেগম মোবাইলে জানান, এই সংস্থার পক্ষ থেকে পার্বতীপুরের ধর্ষিত পূজার সকল প্রকার আইনী সহায়তা দেয়া হবে। এ ব্যাপারে সমিতিতে সিদ্ধান্ত হয়েছে। সে কারণে প্রতিদিনই তারা খোঁজখবর ও ফলোআপ করছেন বলে নাদিরা জানান । শিশু ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভে পার্বতীপুর উত্তাল। ঘটনাস্থলে গেলে পূজার স্বজন ও জমিরহাট তকেয়াপাড়ার বাসিন্দরা জানান, মূল আসামি সাইফুল ধরা পড়লেও মামলার ২ নম্বর আসামি আফজাল কবিরাজ এখনও ধরা ছোয়ার বাইরে । পুলিশ আন্তরিক হলে যে কোন মুহূর্তে আসামি গ্রেফতার হতে পারে বলে তারা বিশ্বাস করেন। এ ব্যাপারে তারা পুলিশের ভূমিকার প্রশ্ন তোলেন । তবে পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ শনিবার জানান, আফজাল কবিরাজকে ধরতে পুলিশ র‌্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে । অনুসন্ধান অব্যাহত আছে। যে কোন মুহূর্তে আসামি গ্রেফতার হবে। পার্বতীপুরের রামপুর ইউনিয়নের জমিরহাট তকেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ১৮ অক্টোবর সকালে শিশুটি নিখোঁজ হয়। পরের দিন পার্শ্ববর্তী হলুদ ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয় গুরুতর অসুস্থ অবস্থায়। শিশু ধর্ষণের ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সাইফুল (৪২) ও আফজাল কবিরাজ (৪৫) দুজনের বিরুদ্ধে ২০ অক্টোবরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
×