ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়ি-মন্দিরে হামলার প্রতিবাদ

বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৫, ৬ নভেম্বর ২০১৬

বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনে যোগ দিয়ে সর্বস্তরের নারী পুরুষ প্রতিবাদ জানায়। দোষীদের তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর- বগুড়া ॥ শনিবার বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও জাসদ সমর্থিত জাতীয় যুবজোট বগুড়া জেলা শাখাপৃথকভাবে এই কর্মসূচী পালন করে। হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। এতে বক্তব্য রাখেন দিলীপ কুমার দেব, অমৃত লাল সাহা, ডাঃ এনসি বাড়ই, কল্যাণ প্রাস, বিধান সিংহ, সুকুমার ঘোষ, নিরঞ্জন ঘোষ প্রমুখ। জাতীয় যুবজোটের বক্তব্য রাখেন, এমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল লতিফ পশারি ববি, জীবনকৃষ্ণ যাদব, ইকবাল হোসেন খান প্রমুখ। বান্দরবান ॥ শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সচেতন সনাতনী সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যানার নিয়ে বিভিন্ন সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা অংশ নেয়। সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উপদেষ্টা সুধাংশু বিমল দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, আশীর্বাদ সংঘের সভাপতি সুমন দাশসহ বিভিন্ন সনাতনী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। খাগড়াছড়ি ॥ শনিবার সকালে শাপলা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং সনাতন ছাত্র যুব পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. বিধান কানুনগো, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি দে। জয়পুরহাট ॥ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৌর মার্কেটের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ জেলার সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, পূজা উদযাপন পরিষদের জেলার আহ্বায়ক এ্যাড. নন্দকিশোর আগরওয়ালা, কৃষিবিদ রেবতী মোহন ম-ল, এ্যাড. ঋষিকেশ সরকার, সিতারাম সাহা, নির্মল কুমার ম-ল, অশোক কুমার ঠাকুর, শ্রমিক ইউনিয়নে সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিপিবির সেক্রেটারি আব্দুর রশিদ প্রমুখ। কিশোরগঞ্জ ॥ শুক্রবার সন্ধ্যায় শহরের কালীবাড়ির সামনের সড়কে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ঐক্যসহ বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিজয় শংকর রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, আওয়ামী লীগ নেতা পীযুষ কান্তি, এনায়েত করিম অমি, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, কবি বাঁধন রায়সহ অন্যরা। রাবি ॥ শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন হয়। রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাবি ছাত্র ফেডারেশন রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য লিটন দাস, বাংলা বিভাগের শিক্ষার্থী হিরণময় কুমার প্রমুখ। টাঙ্গাইল ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না। বিএনপি-জামায়াত চক্র জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র শুরু করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশ সকল মানুষের, সকল সম্প্রদায়ের। এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোন স্থান হবে না। তিনি শনিবার বিকেলে মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত টাঙ্গাইলের মধুপুর উপজেলার রানী ভবানী স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।
×