ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত চার

প্রকাশিত: ০৪:৩৫, ৪ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে অজ্ঞাত অটোরিক্সা যাত্রী, মানিকগঞ্জে ইউপি মেম্বার ও নেত্রকোনায় জেএসসি পরীক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছে। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : লক্ষ্মীপুর ॥ রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত (৬০) সিএনজি যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় সিংগ্ইার উপজেলা বলধরা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম (৪৫) মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছে আরেক ইউপি সদস্য বাবুল হোসেন। তিন সন্তানের জননী কালিয়াকৈর গ্রামের সমেজ উদ্দিনে স্ত্রী বলধরা ইউনিয়নের নারী সদস্য মমতাজ বেগম বৃহস্পতিবার সকালে সদস্য বাবুল হোসেনের সাথে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। ডেফলতলি এলাকায় বিপরী দিক থেকে আসা ট্রাকটরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মমতাজ বেগম। নেত্রকোনা ॥ বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীসহ দুই নারী নিহত হয়েছে। এরা হচ্ছেনÑ সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের আবদুর রশিদের মেয়ে সোমা আক্তার (১৩) ও মোবারকপুর গ্রামের মৃত আবদুল মিয়ার স্ত্রী জোবেদা খাতুন (৫৩)। জানা গেছে, দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সোমা আক্তার বৃহস্পতিবার সকালে আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে চড়ে চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। দক্ষিণ বিশিউড়া-চল্লিশা সড়কের চন্দ্রখিলা স্থানে লরীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সোমা আক্তার ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জোবেদা খাতুন বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাঁচাশি গ্রামে মেয়ের বাড়ি থেকে ইজিবাইকে চড়ে নিজ বাড়ি ফিরছিলেন। আমতলা-নেত্রকোনা সড়কের প্রতাপপুরে মোড় ঘুরানোর সময় জোবেদা খাতুন ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রানীনগরে ধর্ষণের শিকার গৃহবধূ ॥ মীমাংসার পাঁয়তারা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ নবেম্বর ॥ রাণীনগর উপজেলার কাচারি বেলঘড়িয়া গ্রামের গৃহবধূকে (২৪) তার বাড়ির পাশে স্কুল মাঠে এলাকার জয়নুল নামে এক লম্পট জোড়পূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ও মাতব্বররা ওই রাতেই জগদীশ গাইনের বাড়িতে ৪০ হাজার টাকা দিয়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উপযুক্ত বিচার না পেয়ে ঘটনার ৫ দিন পর বুধবার রাতে লম্পট জয়নুলকে আসামি করে ওই গৃহবধূ বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউপির কাচারি বেলঘড়িয়া গ্রামের ভক্ত গাইনের স্ত্রীকে একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে পাষ- জয়নুল ইসলাম বিগত ৩-৪ মাস আগে থেকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাত ৮টার দিকে গৃহবধূ তার বাড়ির পাশে বেলঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কালিপূজা দেখতে যাওয়ার সময় পূর্বপরিকল্পনা মোতাবেক ওৎ পেতে থাকা জয়নুল পিছন দিক থেকে জাপটে ধরে মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে ওই গ্রামের চিত্তরঞ্জনের বাড়ির পাশে নির্জন স্থানে গৃহবধূকে ধর্ষণ করে।
×