ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে আয়কর মেলা

প্রকাশিত: ০৪:২৯, ৪ নভেম্বর ২০১৬

জমে উঠেছে আয়কর মেলা

স্টাফ রিপোর্টার ॥ সপ্তমবারের মতো আয়োজিত আয়কর মেলার তিতৃীয় দিনেও ছিল করদাতাদের সরব উপস্থিতি। সকল শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। প্রথমবারের মতো চালু হওয়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বা ই-ফাইলিং বুথে ছিল উপচেপড়া ভিড়। মেলা ঘুরে দেখা গেছে, এবার তরুণ করদাতাদেরই আগ্রহ বেশি। তারা জেনে নিচ্ছেন কর সম্পর্কিত নানা তথ্য। পূর্ববর্তী বছরের তুলনায় এবারের মেলায় বেড়েছে সেবাগ্রহণকারীর সংখ্যা। করদাতারা মেলায় এসে গ্রহণ করেছেন নতুন ই-টিআইন নম্বর। তবে বড় অংশই রিটার্ন দাখিল করছেন। অন্য যে কোন বারের চেয়ে এবারের মেলার তৃতীয় দিন পর্যন্ত রাজস্ব সংগ্রহ বেড়েছে কয়েকগুণ। দ্বিতীয় দিন পর্যন্ত আয়কর আদায়ে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। আর তৃতীয় দিনে এসে তা কমে দাঁড়িয়েছে ৫.৩৮ শতাংশ। সারা দেশে আয়োজিত আয়কর মেলার তৃতীয় দিন পর্যন্ত রাজস্ব সংগ্রহ হয়েছে ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫.৩৮ শতাংশ। তৃতীয় দিনে এনবিআর আয়কর সংগ্রহ করেছে ২২৭ কোটি ৮ লক্ষ ৬৭ হাজার ৮৭০ টাকা। দ্বিতীয় দিন পর্যন্ত সংগ্রহ ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা। আর প্রথম দিনে আদায় হয় ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকার রাজস্ব। মেলার দ্বিতীয় দিনের চিত্র ॥ মেলার দ্বিতীয় দিনে আয়কর সংগ্রহ হয়েছে ৫৩৩ কোটি ৬৯ লক্ষ ৮৭ হাজার ৩১২ টাকা। দ্বিতীয় দিন পর্যন্ত মোট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা। প্রথম দিনে রাজস্ব আসে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। দ্বিতীয় দিন পর্যন্ত আয়কর আদায়ে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। এনবিআর সূত্রে জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে সেবা গ্রহণ করেছেন ১ লাখ ২৩ হাজার ৩৪৮ জন, রিটার্ন দাখিল হয়েছে ২০ হাজার ৬৫৭, নতুন ই-টিআইএন খোলা হয়েছে ৭ হাজার ৮২৪। পূর্ববর্তী বছরের তুলনায় আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৩১ শতাংশ, রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রবৃদ্ধি ২০ শতাংশ, সেবা গ্রহণকারীর ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৭ শতাংশ ও নতুন ই-টিআইএন’র ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৪২ শতাংশ। প্রথমদিনের আয়কর মেলা চিত্র ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলার প্রথম দিনে এনবিআর আয়কর আদায় করেছে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। দিনটিতে গত বছরের তুলনায় ৩৮ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৮৫০ টাকার বেশি আয়কর আদায় হয়েছে। এদিন নতুন ই-টিআইএন খুলেছেন ৪ হাজার ৮৭৫ জন, সেবা নিয়েছেন ৫৯ হাজার ২৫২ জন ও রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৮৬ জন। সিরাজগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা ॥ ‘সমৃদ্ধির সোনালি দিন আনতে হলে আয়কর দিন’ সেøাগানে সিরাজগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। সিরাজগঞ্জ কর অঞ্চল অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বগুড়া কর অঞ্চল আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য। জামালপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু ॥ ‘সুধী স্বদেশ গড়তে ভাই-আয়করের বিকল্প নাই, উন্নয়নের অক্সিজেন রাজস্ব-জনকল্যাণে রাজস্ব’ এমনি নানা সেøাগান নিয়ে বৃহস্পতিবার সকালে জামালপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। জামালপুর পৌরসভা গেট জামে মসজিদ সংলগ্ন কবির ম্যানশনে অনুষ্ঠিত আয়কর মেলার শুভ উদ্বোধন করেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি। উপকর কমিশানারের কার্যালয় সার্কেল ৭, ৮, ৯ ও ১২ জামালপুর আয়োজিত ওই আয়কর মেলায় সভাপতিত্ব করেন কর অঞ্চল ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার রেঞ্জ-৩ শেখ শামীম বুলবুল। মাদারীপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু ॥ ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এ সেøাগানকে সামনে রেখে মাদারীপুরে চার দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ^াস। ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। উদ্ধোধনী অনুষ্ঠানে মাদারীপুরের ঠিকাদার মেসার্স ফারজানা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর খানকে জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত করা হয়। মেলায় স্টলগুলোতে প্রতিদিন করদাতারা সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত কর প্রদান করতে পারবেন।
×