ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংকের ডিএমডি মুনায়েম খান চাকরিচ্যুত

প্রকাশিত: ০৫:২১, ১ নভেম্বর ২০১৬

বেসিক ব্যাংকের ডিএমডি মুনায়েম খান চাকরিচ্যুত

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে অর্থপাচার ও ঋণ জালিয়াতির অভিযোগে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ মুনায়েম খানকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার ব্যাংকটির এক আদেশে তাকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়। এর আগে ২০১৪ সালের এপ্রিলে বেসিক ব্যাংকের ঋণসংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। শুনানি শেষে তাকে চাকরিচ্যুত করার চূড়ান্ত বিষয়টি সোমবার জানানো হয়েছে। ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে এ নিয়ে ৪ জন ডিএমডিকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত বাকি তিনজন হলেন- ফজলুস সোবহান, মোহাম্মদ সেলিম ও রুহুল আলম। এ প্রসঙ্গে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ জনকণ্ঠকে বলেন, যা ঘটেছে বা শুনেছেন, তা সত্য। সর্বশেষ পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাকরিচ্যুতির কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। তাছাড়া সে ছিল উন্নতমানের খেলোয়াড়। ঋণ জালিয়াতির সঙ্গে করেছে অর্থপাচার। সব জায়গায় ছিল তার কৌশলের ছাপ। বেসিক ব্যাংকে সাড়ে ৪ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৩৫টি মামলায় আসামি মুনায়েম খান। এছাড়াও গত বছরের ফেব্রুয়ারিতে মুনায়েম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। মুনায়েম খানের বিরুদ্ধে করা দুটি মামলার একটি অর্থ পাচার আইনে। এতে তার বিরুদ্ধে ৭৫ লাখ ৮১ হাজার টাকা মালয়েশিয়ায় পাচারের অভিযোগ আনা হয়েছে। আরেক মামলায় আনা হয় ৭৪ লাখ ৮০ হাজার ৯৮৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।
×