ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শঙ্খচিল’

প্রকাশিত: ০৬:২৬, ৩১ অক্টোবর ২০১৬

ভারতে ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শঙ্খচিল’

সংস্কৃতি ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৪৭তম আসরে ‘ইনডিয়ান প্যানারমা’ বিভাগে প্রদর্শনের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘শঙ্খচিল’। বাংলাদেশ ও ভারতের সীমান্ত জনপদের সমস্যা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ভারতীয় সরকারের আয়োজনে ভারতের পর্যটন নগরী গোয়ার পানাজীতে আগামী ২০-২৮ নবেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৪৭তম আসর। এতে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘শঙ্খচিল’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেজিৎ চার্টাজি, কুসুম শিকদার, সাঁঝবাতি, মামুনুর রশিদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দিপঙ্কর দে ও রাজেশ সিন্দে। এছাড়াও ‘ইনডিয়ান প্যানারমা’ বিভাগে প্রদর্শিত হবে সালমান খানের ‘সুলতান’, সঞ্জয় লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানী’, অক্ষয় কুমারের ‘এয়ার লিফট’ প্রভৃতি চলচ্চিত্র।
×