ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৬:২৫, ৩১ অক্টোবর ২০১৬

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনা ॥ নেত্রকোনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উদীচীর স্থানীয় জেলা সংসদ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক। সঞ্জয় সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান খান, সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, কবি স্বপন কুমার পাল, রবীন্দ্রসঙ্গীত সম্মিলনী পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উদীচীর জেলা সংসদের সহ-সভাপতি মাসুদুর রহমান খান ও সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল প্রমুখ। পরে উদীচী পরিচালিত হায়দার শেলী স্মৃতি সঙ্গীত বিদালয়ের শিক্ষার্থীরা দলীয় গান এবং নৃত্য পরিবেশন করে। সব শেষে উদীচীর শিল্পী ওস্তাদ নিখিল সরকার, রতন সরকার, পিয়া বৈশ্য ও তন্দ্রা রায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় একক গান। এদিকে উদীচী শিল্পীগোষ্ঠীর খালিয়াজুরি উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। খালিয়াজুরি কলেজ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক ছড়াকার সঞ্জয় সরকার, সম্পাদক ম-লীর সদস্য পল্লব চক্রবর্তী ও প্রবীণ শিক্ষক তারা প্রসন্ন দেব রায়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সৈয়দ শামছুল আলম বাদলকে সভাপতি এবং জহরলাল দেব রায়কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদ্যরা হলেন সহ-সভাপতি মন্তোষ বর্মণ, দীপঙ্কর দত্ত রায়, সহ সাধারণ সম্পাদক- সুদিপ চৌধুরী, কোষাধ্যক্ষ- জগন্ময় সরকার রনি, সম্পাদক ম-লীর সদস্য উজ্জ্বল মিয়া, অমিতাভ বিশ্বাস, মোহন দেব রায়, কবিন্দ্র সরকার, সদস্য মহসিন মিয়া, নয়ন মিয়া, রীনা মজুমদার, সুকেশ তালুকদার ও মিশুক ফয়েজ। কিশোরগঞ্জ সংবাদদাতা জানান, ‘আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ-প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে’-এ সেøাগানে কিশোরগঞ্জে আলোচনা ও গানে উদীচীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার জেলা সিপিবির কার্যালয়ে বিকেল থেকে রাত অবধি অনুষ্ঠানে গণসঙ্গীত ছাড়াও দেবব্রত সিংহের ‘তেজ’ কবিতা যৌথভাবে আবৃত্তি করেন আব্দুল আব্দুল ওয়াহাব ও সায়ন। জেলা উদীচীর সভাপতি এ্যাডভোকেট নূরুন্নবী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াহাব, জেলা সিপিবি নেতা সিরাজুল ইসলাম সাত্তার, জেলা উদীচীর সহ-সভাপতি দিলীপ রায়, সদস্য দেবব্রত দাশ প্রমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাসুদুর রহমান আকিল, স্মৃতি, সেতু, হিমেল প্রমুখ।
×