ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গবাদিপশুর চিকিৎসায় এসএমএস সার্ভিস চালু

প্রকাশিত: ০৫:৫১, ৩১ অক্টোবর ২০১৬

গবাদিপশুর চিকিৎসায় এসএমএস সার্ভিস চালু

গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাসহ যে কোন সেবা ও তথ্য দিতে এসএমএস সার্ভিস চালু করেছে সরকার। সমস্যা জানিয়ে ১৬৩৫৮ নম্বরে এসএমএস করলেই ফিরতি এসএমএসে সমস্যার সমাধান দেয়া হবে। রবিবার প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলনকক্ষে ‘মোবাইল এসএমএসের মাধ্যমে বিনামূল্যে প্রাণিসম্পদ অধিদফতরের সেবা প্রদান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাণিসম্পদ অধিদফতরের আইসিটি বিভাগের অফিসার ইনচার্জ সোহরাব হোসেন। তিনি বলেন, এসএমএসের মাধ্যমে বিনামূল্যের এ সেবাটি গ্রামপর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ অধিদফতর এবং প্রধানমন্ত্রীর কর্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) যৌথভাবে এসএমএসের মাধ্যমে বিনামূল্যে সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, রাষ্ট্রীয় সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। -অর্থনৈতিক রিপোর্টার
×