ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় কায়ান্ট এগিয়ে আসছে, বন্দরে ২ নম্বর সতর্ক সঙ্কেত

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ অক্টোবর ২০১৬

ঘূর্ণিঝড় কায়ান্ট এগিয়ে আসছে, বন্দরে ২ নম্বর সতর্ক সঙ্কেত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এগিয়ে আসছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘কায়ান্ট’। নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তবে স্থল থেকে অনেক দূরে থাকায় শেষ পর্যন্ত কবে নাগাদ আসতে পারে কিংবা নিষ্ক্রিয় হয়ে যাবে কিনা তা এখনও বলা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া দফতরের কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়টি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কায়ান্টের কেন্দ্রের ৫৫ কিলোমিটারের মধ্যে একটানা সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে গত ২১ অক্টোবর নিম্নচাপটি সৃষ্টি হয়। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। কবে নাগাদ স্থলে আঘাত হানতে পারে এ প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ জানান, এটি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে। অবস্থানও অনেক দূরত্বে। স্থলে কখন আঘাত হানতে পারে তা এখনও বলা কঠিন।
×