ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অনলাইনে ছুটি নিতে পারবেন নিম্ন আদালতের বিচারকরা

প্রকাশিত: ০১:০৬, ২৫ অক্টোবর ২০১৬

অনলাইনে ছুটি নিতে পারবেন নিম্ন আদালতের বিচারকরা

স্টাফ রিপোর্টার ॥ জেলা জজ পর্যায়ের বিচারকরা এখন থেকে অনলাইনে ছুটি ও কর্মস্থল ত্যাগ করতে পারবেন। তারা ছুটি সংক্রান্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন আগামী ১ নভেম্বর থেকে। সরকারের ভিশন-২১ (টোয়েন্টি ওয়ান) এর আওতায় এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সুপ্রীমকোর্ট প্রশাসন। জানা গেছে, পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করবে সুপ্রীমকোর্ট প্রশাসন। ২৪ অক্টোবর (সোমবার) সুপ্রীমকোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। ‘ই-অ্যাপ্লিকেশন সফটওয়ারের’ মাধ্যমে দেশের ২১টি জেলার বিচারকদের এখন থেকে এভাবে ছুটির আবেদন করতে হবে। এ সংক্রান্ত আবেদন করার পর সুপ্রীমকোর্ট প্রশাসন তাৎক্ষণিকভাবে তা নিষ্পত্তি করে অনলাইনেই সংশ্লিষ্ট বিচারককে জানিয়ে দেবেন। হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামাল হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, প্রচলিত নিয়মের পরিবর্তে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছুটির আবেদন এবং তা নিষ্পত্তির ফলে বিচারকদের কাজে গতিশীলতা বাড়বে।
×