ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে মোটা মহিলা

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ অক্টোবর ২০১৬

বিশ্বের সবচেয়ে মোটা মহিলা

নিজের ওজনের চাপে ছোটবেলা থেকেই দাঁড়াতে পারেন না। সারাদিন বিছানাতেই শুয়ে থাকেন। ২৫ বছর ধরে তিনি শুয়েই আছেন। ৫০০ কেজি ওজনের মিসরের ইমান আহমেদ আবদুলাতিই বর্তমানে বিশ্বের সবচেয়ে মোটা মহিলা। আলেক্সান্দ্রিয়া শহরে বাস করছেন ৩৬ বছর বয়সী আবদুলাতি। কিন্তু তিনি কীভাবে এত মোটা হলেন। ডাক্তাররা বলছেন, বিভিন্ন গ্রন্থির কাজকর্ম ব্যাহত হয়ে যাওয়ায় এই মহিলার শরীরে প্রয়োজনের তুলনায় অধিকমাত্রায় পানি জমে। ডাক্তাররা বলছেন, জন্মের সময় তার ওজন ছিল ৫ কেজি। তাঁর মধ্যে এলিফ্যান্টিয়াসিস নামক এক ধরনের পরজীবী ধরা পড়ে। এটি এমন একটি পরজীবী যার সংক্রমণে দেহের নানা অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যায়। আর এই জটিল অসুখের জন্য তার চিকিৎসার প্রচুর খরচ লাগবে। তবে মিসরের প্রেসিডেন্ট তার চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছেন বলে খবরে বলা হয়েছে। তার কি ওজন কমার সম্ভাবন আছে। এমন প্রশ্নের জবাবে ডাক্তাররা বলছেন, আশা কম, তবে অসম্ভব নয়। সেই আশাতেই বর্তমানে বেঁচে আছেন আবদুলাতি। তার সারাদিন কিভাবে কাটে? আবদুলাতির মা-বোন তার গোসল ও পোশাক পরিবর্তনে সাহায্য করে। তবে শুয়ে থাকাটা ওর একদম পছন্দ নয়। কিন্তু ব্রেনস্ট্রোকের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। -ডেইলি মেইল
×